সর্বাত্মক লকডাউনেও শেয়ারবাজারে লেনদেন চলবে
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০১:২৮ এএম, ১১ এপ্রিল,রবিবার,২০২১ | আপডেট: ০২:৫৪ এএম, ১৮ নভেম্বর,সোমবার,২০২৪
সর্বাত্মক লকডাউনের মধ্যেও শেয়ারবাজারে লেনদেন চলবে বলে জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
আজ শনিবার বিএসইসি’র নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, বিনিয়োগকারীদের স্বার্থে ব্যাংকের সঙ্গে সমন্বয় রেখে শেয়ারবাজারে লেনদেন চলবে।
এর আগে করোনাভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতি ঠেকাতে ১১ নির্দেশনা দিয়ে ৫ থেকে ১১ এপ্রিল পর্যন্ত এক সপ্তাহের জন্য কড়াকড়ি ঘোষণা করেছিল সরকার। এরপর বাংলাদেশ ব্যাংক থেকে বাণিজ্যিক ব্যাংকগুলোর জন্য লেনদেনের সময় নির্ধারণ করে দেয়া হয় সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত।
এর সঙ্গে সমন্বয় রেখে শেয়ারবাজারে বর্তমানে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দুই ঘন্টা লেনদেন হচ্ছে।