চট্টগ্রামে অধ্যক্ষের নগ্ন ছবি তুলে ব্ল্যাকমেইল, নারীসহ গ্রেপ্তার- ২
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:০৭ পিএম, ৯ এপ্রিল,শুক্রবার,২০২১ | আপডেট: ০৯:২৬ এএম, ২২ নভেম্বর,শুক্রবার,২০২৪
চট্টগ্রামের একটি কলেজের অধ্যক্ষের সাথে ছাত্রী পরিচয়ে দেখা করার পর অপহরণ করে প্রথমে তারপর নারীর সাথে নগ্ন ছবি তুলে ব্ল্যাকমেইল করে দুই লাখ টাকা আদায় করে নেন একটি চক্র।
সেই চক্রকে টাকা দিয়েও ব্ল্যাকমেইল থেকে মুক্তি মিলেনি তার। আরও টাকার জন্য হুমকি পেয়ে সেই অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষক পুলিশের দ্বারস্ত হলে ওই চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ।
আজ শুক্রবার (৯ এপ্রিল) ভোরে নগরের আকবর শাহ থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে খুলশী থানা পুলিশ।
গ্রেপ্তার দুজন হলেন- শাহিনা আক্তার প্রকাশ আইরিন নিসা (৩০) ও হুমায়ূন কবীর সুমন (৩৫)।
খুলশী থানার ওসি মোহাম্মদ শাহীনুজ্জামান জানান, গত ১ এপ্রিল চান্দগাঁও এলাকার একটি কলেজের সাবেক অধ্যক্ষকে তার সাবেক ছাত্রী পরিচয় দিয়ে আইরিন নিসা নামে এক নারী ফোন করে দেখা করতে চান। ওই শিক্ষক ডায়াবেটিস হাসপাতালের সামনে পরীক্ষা করাতে গেলে ওই সময় আবারও ফোন করে দেখা করার অনুরোধ করেন আইরিন।
এক পর্যায়ে তাকে হাসপাতালের সামনে আসতে বললেন ভিকটিম। সেখানে একটি সিএনজি অটোরিকশায় এসে দেখা করে কথা বলতে থাকেন এবং নিজেকে সাবেক ছাত্রী দাবি করে নানা সহযোগিতা কামনা করেন গ্রেপ্তার আইরিন নিসা।
এমন সময়ে আরও তিনজন পুরুষ এসে সেই অধ্যক্ষকে জোর করে সিএনজিতে তুলে অজ্ঞাত এক স্থানে নিয়ে মারধর করে ৫ লাখ টাকা দাবি করেন। এসময় সাথে থাকা নগদ ১২ হাজার টাকাও ছিনিয়ে নেন। এবং অধ্যক্ষের নগ্ন ছবি ও ওই নারীর সাথে আপত্তিকর ছবি তুলে রাখে।
অধ্যক্ষকে দাবিকৃত টাকা না দিলে তার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয়।
ওসি আরো জানান, এক পর্যায়ে কলেজ শিক্ষক দুই লাখ টাকা দিতে রাজি হলে তারা ওই অধ্যক্ষকে নিজ বাসায় এনে চেক লিখে নেয়। পরে ব্যাংক থেকে সেই দুই লাখ টাকা উত্তোলনও করে। এরপরও হুমকি অব্যাহত রাখে ঐ প্রতারক চক্র। তারা পাঁচ লাখ টাকা না পেলে নগ্ন ছবি ফেসবুকে ভাইরাল করার হুমকি দিতে থাকে। পরে ঐ কলেজ শিক্ষক খুলশী থানা পুলিশের দ্বারস্থ হলে প্রযুক্তির সহায়তায় ঐ চক্রের নারীসদস্য আইরিন নিসাসহ দুজনকে গ্রেপ্তার করা হয়। এখনও অন্য দুই সদস্য পলাতক রয়েছে বলে জানান তিনি।