চট্টগ্রামে লকডাউনে অসামাজিক কার্যকলাপ, আটক ১৬
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:৫৮ পিএম, ৯ এপ্রিল,শুক্রবার,২০২১ | আপডেট: ০৭:০৭ এএম, ১৯ নভেম্বর,মঙ্গলবার,২০২৪
লকডাউনে যেখানে সামাজিক দূরত্ব মানাতে সরকার নানা পদক্ষেপ নিচ্ছে, সেখানে জুমার নামাজের সময়ে হোটেলে গিয়ে মনোরঞ্জনে ব্যস্ত ৭ জোড়া কপোত-কপোতী। আর সেই খবর পৌঁছে যায় পুলিশের কানে। ফলাফল তারা এখন ডবলমুরিং থানা পুলিশের হেফাজতে।
আজ শুক্রবার (৯ এপ্রিল) দুপুর ২ টার দিকে নগরের দেওয়ানহাট ফায়ার সার্ভিসের বিপরীতে হক টাউয়ারের একটি আবাসিক হোটেলে অভিযান চালায় পুলিশ। এসময় অসামাজিক কার্যকলাপের লিপ্ত থাকার সময় ৭ নারী ও ৭ পুরুষকে আটক করে পুলিশ।
তাদের সাথে আটক করা হয় হোটেলের দুই কর্মচারীকেও৷
ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, আমরা আছি লকডাউন নিয়ে সামাজিক দূরত্ব নিশ্চিতের কাজে। এসময় জুমার নামাজের সময় ৭ জোড়া কপোত-কপোতী গেছে হোটেলে মনোরঞ্জন করতে।
খবর পেয়ে হোটেলের দুই কর্মচারীসহ মোট ১৬ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।