সুনামগঞ্জে জমিজমা বিরোধে সংঘর্ষ, চাচা ভাতিজার মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:১৪ পিএম, ৮ এপ্রিল,বৃহস্পতিবার,২০২১ | আপডেট: ১২:৫৪ এএম, ১৯ নভেম্বর,মঙ্গলবার,২০২৪
সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জে জমিজমা নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষে চাচা-ভাতিজার মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ২ জন।
আজ বৃহস্পতিবার (৮ এপ্রিল) ভোরে উপজেলা সদরের জয়কলস ইউনিয়নের ডুংরিয়া গ্রামে হতাহতের এ ঘটনা ঘটে। এ ঘটনায় গ্রামে উত্তেজনা বিরাজ করছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
পুলিশ জানায়, ডুংরিয়া গ্রামে জমিজমা নিয়ে গ্রামের ওসমান মিয়ার ছেলে আব্দুল তাহিদের (৬২) সঙ্গে তার ভাই রাফিদ মিয়ার ছেলে রিপন মিয়া (৪২)’র বিরোধ ছিল। এই বিরোধের জের ধরে বৃহস্পতিবার সকালে চাচা-ভাতিজার পরিবারের মধ্যে দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে মারামারি শুরু হয়।
এসময় গুরুতর আহত আব্দুল তাহিদ ও রিপন মিয়াকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে ডাক্তার তাদের দুজনকেই মৃত ঘোষণা করেন।
নিহতরা হলেন- ডুংরিয়া গ্রামের মৃত উসমান গনির ছেলে আব্দুল তাইদ (৬০) ও তার ভাতিজা মৃত রফিক মিয়ার ছেলে রিপন মিয়া (৪৫)। আহত হয়েছেন- নিহত আব্দুুল তাইদের বড় ভাই এমদাদুল হক (৬২), নিহত রিপন মিয়ার ছোট ভাই জমিরুল হক (৩২) ও রিপন মিয়ার স্ত্রী কুলসুমা বেগম (৩৫)। তাদেরকে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দক্ষিণ সুনামগঞ্জ থানার ওসি মুক্তাদীর আহমদ জানান, ‘নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। দুই পরিবারের স্বজনদের মধ্যে উত্তেজনা দেখা দেওয়ায় গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে। সম্পদ নিয়ে পারিবারিক বিরোধের জের ধরে চাচা ভাতিজাকে এবং ভাতিজার আঘাতে চাচার মৃত্যু ঘটেছে। ঘটনার তদন্ত চলছে।’