বেতন বৃদ্ধির দাবিতে কাজে যোগ দেননি পরিচ্ছন্নতা কর্মীরা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:২৩ পিএম, ৬ এপ্রিল,মঙ্গলবার,২০২১ | আপডেট: ০৮:৩৬ এএম, ২১ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
বেতন বৃদ্ধির দাবিতে কাজে যোগ দেননি কুষ্টিয়া পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীরা।
আজ মঙ্গলবার (৬ এপ্রিল) সকাল ৬টা থেকে কুষ্টিয়া পৌরসভার সামনে অবস্থান নিয়েছেন তারা।
এ রিপোর্ট লেখা পর্যন্ত সকাল ৯টা থেকে এখন পর্যন্ত বসে আছেন তারা। ফলে পৌর এলাকার ২১টি ওয়ার্ডে বর্জ্য অপসারণ বন্ধ রয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, কুষ্টিয়া পৌরসভার ২১ টি ওয়ার্ডে ৩৭০ জন পরিচ্ছন্নতাকর্মী মাষ্টার রোলে কাজ করেন। এদের মধ্যে ড্রেন পরিস্কার কর্মীরা মাসিক বেতন পান সাড়ে ৭ হাজার টাকা। কাজে অনুপস্থিত হলে কেটে নেয়া হয় দিন প্রতি ২৫০ টাকা।
ময়লা পরিচ্ছন্নতা কর্মীরা পান মাসিক ৮ হাজার টাকা। কাজে অনুপস্থিত হলে কেটে নেয়া হয় দিন প্রতি ২৬৫ টাকা। সকাল ৬টা থেকে বেলা ২টা পর্যন্ত ডিউটি পালন করে থাকেন এসব কর্মীরা।
দিনের অবশিষ্ট সময়ে আর কোথাও কাজ পাওয়ার সুযোগ থাকে না তাদের। ফলে মানবেতর জীবন যাপন করতে হয় পরিবার পরিজন নিয়ে।
এ বিষয়ে কুষ্টিয়া পৌরসভার কনজারভেন্সি অফিসার জহুরুল ইসলাম বলছেন, কাজে যোগ দেওনোর চেষ্টা চলছে।