লকডাউন নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের অভিযান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:১০ পিএম, ৫ এপ্রিল,সোমবার,২০২১ | আপডেট: ০১:৫১ পিএম, ১৭ নভেম্বর,রবিবার,২০২৪
নাটোরের গুরুদাসপুরে করোনা ভাইরাস মোকাবেলায় দেশব্যাপী সাত দিনের লকডাউন ঘোষণা কর্যকর করার জন্য অভিযান পরিচালনা করছে উপজেলা প্রশাসন।
আজ সোমবার (৫ এপ্রিল) লকডাউন নিশ্চিত করতে উপজেলা নির্বাহী অফিসার মোঃ তমাল হোসেনের নেতৃত্বে উপজেলা পৌর সদরসহ বিভিন্ন গুরুত্বপুর্ণ জায়গায় অভিযান পরিচালনা করা হয়েছে।
এসময় মাস্ক না পড়ায় তিনটি মামলায় তিন জনকে ৬০০ টাকা জরিমানাও করা হয়েছে। অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃ আবু রাসেল, অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রাজ্জাকসহ পুলিশ সদস্যবৃন্দ।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ তমাল হোসেন হ্যান্ড মাইকে সকলের উদ্দেশ্যে বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে সকলের সহযোগিতা প্রয়োজন। সরকারী বিধি নিষেধ মেনে চলে সকলেই চলাফেরা করবেন। প্রয়োজন ছাড়া ঘরের বাহিরে বের না হওয়ারও আহবান জানান তিনি।
অভিযানের প্রথম দিনে সাধারন মানুষকে লকডাউন মানতে উৎসাহিত করছেন। সেই সাথে সামাজিক নিরাপদ দুরত্ব বজায় রেখে ও স্বাস্থ্য বিধি মেনে চলতে পরামর্শ দিচ্ছেন।