শাল্লায় ট্রাক্টর চাপায় শ্রমিকের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:৫২ পিএম, ৫ এপ্রিল,সোমবার,২০২১ | আপডেট: ১২:৫০ পিএম, ২২ নভেম্বর,শুক্রবার,২০২৪
সুনামগঞ্জের শাল্লায় ট্রাক্টরের নিচে চাপা পড়ে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে।
আজ সোমবার (৫ এপ্রিল) সকাল অনুমান ৯টায় ঘটনাটি ঘটেছে।
মৃত শ্রমিকের নাম- মহিতুষ প্রকাশ বাদল দাস (৩৩)। সে উপজেলার হবিবপুর গ্রামের মানিক দাসের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে- আজ সোমবার সকালে জেলার শাল্লা উপজেলার আনন্দপুর বাজারের সংলগ্ন স্থানে রাস্তায় কাজ করছিল শ্রমিক মহিতুষ প্রকাশ। ওই সময় একটি টাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে শ্রমিক মহিতুষকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে টাক্টর রেখে ঘাতক চালক পালিয়ে যায়।
শাল্লা থানার ওসি নাজমুল হক এঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন- টাক্টরটি আটক করে মৃত শ্রমিক মহিতুষের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।