জয়পুরহাট র্যাব-৫ কর্তৃক চতুর্মুখী শিবলিঙ্গ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:৩৮ পিএম, ৫ এপ্রিল,সোমবার,২০২১ | আপডেট: ০৭:৩২ এএম, ২১ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
জয়পুরহাট র্যাব ৫ ক্যাম্পের একটি আভিযানিক দল নওগাঁ জেলার ধামইরহাট থানাধীন মাহমুদপুর গ্রামের জনৈক মোঃ আব্দুল আজিজের খননকৃত পুকুর হইতে প্রায় ১৩শ শতকের পুরনো একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন চতুর্মুখী শিবলিঙ্গ (যার দৈর্ঘ্য-৪২", ব্যাস-১৬" এবং ওজন-৬০০ কেজি) উদ্ধার করা হয়।
গতকাল রবিবার (৪ এপ্রিল) নওগাঁ থেকে চতুর্মুখী শিবলিঙ্গটি উদ্ধার করে র্যাব।
র্যাব কোম্পানী কমান্ডার এস,এম, ফজলুল হক জানান গোপন সংবাদের ভিত্তিতে মাহমুদপুর গ্রামে অভিযান চালিয়ে প্রত্নতাত্ত্বিক নিদর্শনটি উদ্ধার করা হয়।
যার আনুমানিক মূল্য প্রায় ১৫,০০,০০,০০০/- (পনের কোটি) টাকা। প্রত্নতাত্ত্বিক অধিদপ্তর কর্তৃক উক্ত নিদর্শনটি পরবর্তীতে মহাপরিচালকের দপ্তরে গ্রহণ করার নিমিত্তে একটি দল প্রেরণ করা হবে বলে জানান তিনি।
প্রাথমিকভাবে নিদর্শনটি প্রত্নতাত্ত্বিক জাদুঘর, পাহাড়পুর বাদলগাছী, নওগাঁ এর নিকট হস্তান্তর করা হয়েছে।