ধর্মপাশার কলমা নদীর গ্যাস নিয়ে আতংকিত এলাকাবাসী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:৩৮ পিএম, ৪ এপ্রিল,রবিবার,২০২১ | আপডেট: ১১:০২ এএম, ২২ নভেম্বর,শুক্রবার,২০২৪
সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার কলমা নদীতে হঠাৎ করেই প্রাকৃতিক ভাবে গ্যাস উদ্বগীরণ শুরু হয়েছে। এর ফলে আতংকিত হয়ে পড়েছে কলমা নদীর তীরবর্তী বাসিন্দারা।
গতকাল শনিবার (৩ এপ্রিল) সকালে গ্যাসের বুদবুদ দেখে নদীতে অনেকেই আগুন ধরিয়ে দেয়।
আজ রবিবার (৪ এপ্রিল) দুপুর পর্যন্ত একই ভাবে গ্যাস উদ্বগীরণ হচ্ছিল। তাই স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের নির্দেশে কলমা নদীর তীরে লোকজনের চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।
এব্যাপারে ধর্মপাশা উপজেলার পাইকুরহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ফেরদৌসুর রহমান বলেনে- শুকিয়ে যাওয়া কলমা নদীতে গ্রামের ছেলে মেয়েরা খেলাধুলা করার সময় বুদবুদ করে মাটির নিচ থেকে গ্যাস উঠতে দেখতে পায়।
পরে অনেকেই পাইপ বসিয়ে দিয়াশলাই দিয়ে পাইপের মুখে আগুন ধরিয়ে দেয়। তাই দূর্ঘটনা এড়াতে স্থানীয় লোকজনকে কলমা নদী থেকে দূরে থাকার জন্য বলা হয়। এঘটনার ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মুনতাসির হাসান সাংবাদিকদের বলেন- কলমা নদী দিয়ে গ্যাস উদ্বগীরণের বিষয়টি জানতে পেরেছি। তবে গ্যাসের পরিমান কম। তারপরও দূর্ঘটনা এড়ানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য ওসিকে নির্দেশ দেওয়া হয়েছে।