কাপাসিয়া পাইলটিয়ান বন্ধু-৮৬ এর সদস্য নুরুল ইসলামের জানাজা সম্পন্ন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:১১ পিএম, ৪ এপ্রিল,রবিবার,২০২১ | আপডেট: ১০:৫৬ এএম, ২০ নভেম্বর,
বুধবার,২০২৪
গাজীপুরের কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি- ৮৬ ব্যাচের শিক্ষার্থী ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের কর্মকর্তা নুরুল ইসলাম নুরুর জানাজা নামাজ গতকাল শনিবার সকালে বাঘিয়া গ্রামের স্থানীয় ঈদগা মাঠে অনুষ্ঠিত হয়েছে।
পরে তাঁকে পারিবারিক গোরস্তানে পিতা-মাতার কবরের পাশে দাফন করা হয়। এর আগে সিলেটের কর্মস্থলে চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে গত শুক্রবার সন্ধ্যায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহির রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫২ বছর।
সদাহাস্যোজ্জ্বল, বিনয়ী ও নম্র-ভদ্র মানব সেবায় নিয়োজিত নুরুল ইসলাম মৃত্যুকালে স্ত্রী, দুই কন্যা, ভাই-বোনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
দীর্ঘদিন যাবত সে হৃদরোগ ও ফুসফুসের জটিল সমস্যায় ভুগছিলেন। শুক্রবার রাতে তাঁর লাশ সিলেট থেকে বাড়িতে এসে পৌঁছলে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মরহুমের জানাজা নামাজে শরিক হয়ে তাঁর রুহের মাগফিরাত কামনা করেছেন বন্ধু-৮৬’র পক্ষে সভাপতি এফ এম কামাল হোসেন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান রুহুল আমীন, উপজেলা আওয়ামী লীগের সহ-সাধারণ সম্পাদক মাহবুব উদ্দীন আহমদ সেলিম, কাপাসিয়া সদর ইউপি সাবেক চেয়ারম্যান মফিজ উদ্দিন প্রমূখ।
এছাড়া এলাকার জনপ্রতিনিধি, প্রতিবেশী ও বিপুল সংখ্যক মুসল্লি জানাজা নামাজে শরিক হন। স্থানীয় মসজিদের ইমাম মাওলানা আব্দুস সোবহান মরহুমের জানাজা নামাজ পড়ান।
এর আগে তাঁর বড়ভাই কৃষি অধিদপ্তরের কর্মকর্তা রেজাউল করিম রাজু উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও দোয়া প্রার্থণা করেন।
পরে বন্ধু-৮৬’র পক্ষ থেকে তাঁর কবরে ফাতেফা পাঠ ও পুস্পস্তবক অপর্ণ করে শ্রদ্ধা জানান।