তজুমদ্দিনে দুই মেম্বারপ্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ প্রার্থীসহ আহত-২৫
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:৫৪ পিএম, ৩ এপ্রিল,শনিবার,২০২১ | আপডেট: ১২:০৪ পিএম, ৯ নভেম্বর,শনিবার,২০২৪
ভোলার তজুমদ্দিনে দুই মেম্বারপ্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একপ্রার্থীসহ উভয় গ্রুপের ২৫ জন আহত হয়েছে। আহতদের ১২ জনকে তজুমদ্দিন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ শনিবার দুপুর আড়াইটা চাঁদপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বারপ্রার্থী কবির গাইনের সমর্থকরা অপর প্রার্থী মিজান পোদ্দারের সমর্থক নুরে আলম মাঝিকে মারপিট করে।
এ সময় নুরে আলম মাঝিকে মারপিটের ঘটনাটি তার শালা সাইদ মাঝিকে জানালে তিনি ঘটনা জানতে ১নং ওয়ার্ডের চৌমুহনী এলাকায় গাইন বাড়ির দরজায় আসলে প্রার্থী কবির গাইনসহ তার আত্মীয়-স্বজন ও সমর্থকরা মিলে সাইদের উপর হামলা চালায়। মারপিটের ঘটনাটি বিকাল ৫টায় প্রার্থী মিজান পোদ্দারকে জানালে মিজান পোদ্দার তার কর্মি সমর্থকসহ সেখানে গেলে পুনরায় সংঘর্ষ বাজে। সংঘর্ষের সময় ইটপাটকেল নিক্ষেপে প্রার্থী মিজান পোদ্দারসহ উভয় পক্ষের ২৫ জন আহত হয়। আহতরা হলেন, মেম্বারপ্রার্থী মিজান পোদ্দার, সাইদ মাঝি, রুবেল, নাগর, আসাদ, রনি, গিয়াস পোদ্দার, শাজাহান মাঝি, হুমায়ুন কবির, লোকমান, রবিউল গাইন, আরজু, নুর নাহার, হাসান ও অপু পোদ্দারসহ ২৫ জন আহত হয়। আহতদের ১২ জনতে তজুমদ্দিন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ এস এম জিয়াউল হক বলেন, পোষ্টার লাগানোকে কেন্দ্র করে দুই মেম্বারপ্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।