দেশের জনগণ আজ অসহায় অবস্থার মধ্যে দিনাতিপাত করছে : ভিপি সাইফুল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:৩২ পিএম, ১৬ ফেব্রুয়ারী,বৃহস্পতিবার,২০২৩ | আপডেট: ০৩:১২ পিএম, ৭ সেপ্টেম্বর,শনিবার,২০২৪
বিএনপির কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির সদস্য বগুড়া জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম বলেছেন, ক্ষুধার্থ জনগণকে মেগা উন্নয়নের গল্প দিয়ে তৃপ্ত করা যাবে না। তারা আজ ক্ষুধার রাজ্যে, উন্নয়নের গল্প দিয়ে তাদের পেট ভরবে না। জনগণ ভালো না থাকলে কোন উন্নয়নই কাজে আসে না। কারণ জনগণের জন্য উন্নয়ন আর সেই জনগণ যদি ভালো না থাকে তাহলে সেই উন্নয়ন দিয়ে কি হবে? দেশের জনগণ আজ অসহায় অবস্থার মধ্য দিয়ে দিনাতি পাত করছে। ধনীক শ্রেণীরা দরিদ্রদের কাতারে দাঁড়াচ্ছেন। বড় বড় ব্যসায়ীরা ক্ষুদ্র ব্যবসায়ীতে পরিণত হচ্ছেন। আর আমরা নাকি উন্নয়নের মহসড়কে আছি। মহান স্বাধীনতার ঘোষক, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৭ তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ বৃহস্পতিবার দুপুরে বগুড়া শহীদ জিয়া সংঘের উদ্যোগে মাটিডালি বন্দরে শিতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র ও খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
বগুড়া শহীদ জিয়া সংঘের সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান, বিএনপি নেতা মাহিদুল ইসলাম গফুরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বগুড়া জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা এম আর ইসলাম স্বাধীন বলেন, বর্তমান কতৃত্ববাদী সরকার শহীদ জিয়াউর রহমানের সকল কৃতিত্বকে অপহরণ করছে। আজকে তারা যে উন্নয়নের ঢাক ঢোল পিটাচ্ছে তার অবদান শহীদ জিয়াউর রহমান। আজকে দেশের যত উন্নয়ন অগ্রযাত্রা, তার শুরুটা করেছিলেন শহীদ জিয়াউর রহমান। তিনি অত্যান্ত সংকটকালীন সময় দেশের হাল ধরে তলাবিহীন ঝুড়ির বাংলাদেশকে আধুনিক ও সমৃদ্ধির বাংলাদেশে পরিণত করেছিলেন। তার উন্নয়নের সুফল জনগণ ভোগ করছে। তিনি বুঝেছিলেন কৃষি নির্ভর অর্থনীতির এই দেশে কৃষির উন্নয়ন ছাড়া অর্থনীতির ভিত মজবুত করা সম্ভব নয়। সেজন্য গ্রামের পর গ্রামে ঘুরে কৃষি ও কৃষকের সমস্যা অনুধাবন করে তার সমাধান করেছিলেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বগুড়া পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল ইসলাম বিটু, সাবেক কাউন্সিলর মাসুদ রানা, বগুড়া জেলা কৃষকদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক ফার্মার রফিকুল ইসলাম, শহর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মাহবুব হাসান লেমন, আশরাফূজ্জামান প্রবাল, বাবুল, ছাত্রনেতা আবু জাফর জেমস, ওয়াদুদ, আলমগীর হোসেন, খোকন শেখ, শাহীন, আশরাফুল, দুলাল প্রাং, রানা প্রমুখ। অনুষ্ঠানে প্রায় ৫'শতাধিক গরীব ও শীতার্ত মানুষের মাখে রান্না করা খাবার ও কম্বল বিতরণ করা হয়।