সুনামগঞ্জে আরো ২হাজার জনের বিরুদ্ধে আদালতে মামলা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:২২ এএম, ২ এপ্রিল,শুক্রবার,২০২১ | আপডেট: ০১:০৪ পিএম, ২২ নভেম্বর,শুক্রবার,২০২৪
সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রামে সংখ্যালঘুদের বাড়িঘর ও মন্দিরে হামলা, ভাংচুরসহ লুটপাটের ঘটনায় ২হাজার জনকে আসামী করে আদালতে আরো একটি নতুন মামলা দায়ের করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১ এপ্রিল) দুপুরে সুনামগঞ্জ আমল গ্রহণকারী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাল্লা জোন আদালতে মামলাটি দায়ের করেছেন ঝুমন দাস আপনের মা নিভা রানী দাস।
আদালত ও দায়েরকৃত মামলা সূত্রে জানা গেছে, জেলার শাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রামের সংখ্যালঘুদের ওপর হামলাকারীরা বাদী নিভা রানী দাসের বসতবাড়ি ভাংচুর ও লুটপাট করার পর তার ছেলে বউকে শ্লীলতাহানীর চেষ্টা করে। এঘটনায় দিরাই ও শাল্লা উপজেলার নাচনি, চন্ডিপুর, ধনপুর ও কাশিপুরসহ আরো কয়েকটি গ্রামের ৭২জনের নাম উল্লেখসহ ২হাজার জনকে অজ্ঞাত আসামী করে আদালতে মামলাটি দায়ের করা হয়েছে।
এব্যাপারে বাদী নিভা রানী দাস বলেন, গত ২৫ মার্চ মামলাটি প্রথমে শাল্লা থানায় নিয়ে গিয়েছিলাম কিন্তু পুলিশ আমার মামলাটি নেয়নি। তাই বাধ্য হয়ে ন্যায় বিচারের স্বার্থে আদালতের আশ্রয় নিয়েছি। একই সাথে আমার ছেলে ঝুমন দাস আপনের মুক্তি চাই।
মামলার আইনজীবী এডভোকেট দেবাংশ শেখর দাস এই বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের বলেন, শাল্লা থানার পুলিশ মামলাটি না নেওয়ার আমরা আদালতে দাখিল করেছি। মামলাটি দায়েরের পর আদালত বাদীর জবানবান্দি নিয়ে উক্ত মামলাটি ডিবির ওসিকে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।
উল্লেখ্য, হেফাজতের কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব আল্লামা মামুনুল হককে নিয়ে ঝুমন দাস আপন নামের এক যুবক ফেসবুকে কুটক্তি করার কারণে সংখ্যালঘুদের নোয়াগাঁও গ্রামে হামলা চালিয়ে বাড়িঘর ও মন্দির ভাংচুর ও লুটপাট করা হয়।