কাপাসিয়ায় জমি সংক্রান্ত বিরোধে নারী খুন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:৫৭ পিএম, ১ এপ্রিল,বৃহস্পতিবার,২০২১ | আপডেট: ০১:০৬ পিএম, ২১ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
গাজীপুরের কাপাসিয়ায় জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জের ধরে জুলেখা খাতুন (৫৯) নামে স্বামী পরিত্যক্তা এক নারী খুন হয়েছে বলে জানা গেছে।
আজ বৃহস্পতিবার (১ এপ্রিল) মর্মান্তিক এ ঘটনাটি ঘটেছে উপজেলার বারিষাব ইউনিয়নের কির্তুনিয়া গ্রামে।
এ সময় গুরুতর আহত মৃত জুলেখার ভাই তোতা মিয়া (৬৫) ও আলম (৩০) নামে উভয় পক্ষের দু’জন পুলিশ হেফাজতে গাজীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। থানার অফিসার ইনচার্জ মোঃ আলম চাঁদ ও উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শণ করেছেন।
স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এস এম আতাউজ্জান বাবলু ও ইউপি সদস্য সুলতান উদ্দিন জানান, কির্তুনিয়া গ্রামের মৃত হযরত আলীর পুত্র তোতা মিয়া এবং একই গ্রামের প্রতিবেশী মৃত আব্দুল খালেকের পুত্র লাল মিয়া ও দুলাল মিয়াদের সাথে দীর্ঘদিন যাবত কিছু জমি নিয়ে বিরোধ চলছিল।
বিরোধপূর্ণ জমির রেকর্ড সংশোধন সংক্রান্ত বিষয় নিয়ে গত প্রায় ১৫ বছর যাবত আদালতে মামলা চলছে।
বৃহস্পতিবার সকালে দুলাল মিয়া গং আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে তাদের লোকজন নিয়ে বিরোধপূর্ণ জমি দখল নিতে যায় এবং একটি ঘর বানানোর চেষ্টা করে। এ সময় তোতা মিয়া ও তার বোন জুলেখা খাতুন তাদের পরিবারের লোকজন নিয়ে তাতে বাধা প্রদান করে।
এক পর্যায়ে লাল মিয়াদের এলোপাথারী মারপিটে জুলেখা খাতুন মাটিতে লুটিয়ে পড়ে। খবর পেয়ে ইউপি সদস্য সুলতান ও প্রতিবেশীরা তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষনা করেন।
প্রতিবেশীরা জানান, গত প্রায় ৩০ বছর আগে মৃত জুলেখা খাতুনের পার্শ্ববর্তী মনোহরদী উপজেলায় বিয়ে হয়। বিয়ের পর এক পুত্র ও এক কন্যা সন্তান জন্মের পর স্বামীর মৃত্যু হয়।
দরিদ্র পরিবারের আয় রোজগারের কেউ অবশিষ্ট না থাকায় সন্তানদের নিয়ে তখনই পিতার বাড়িতে ফিরে আসেন। সেই থেকে ভাইদের আশ্রয়ে খেয়ে না খেয়ে বসবাস করছিল।
থানা পুলিশ সূত্র জানায়, জমির বিরোধ নিয়ে হত্যাকান্ডের ঘটনায় লাশের ময়না তদন্ত করা হয়েছে। মৃত জুলেখা খাতুনের পুত্র বিল্লাল হোসেন বাদী হয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।