হেফাজতের হরতালে নাশকতার দুই মামলায় আসামি মৃত বিএনপি নেতা!
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:৪১ এএম, ১ এপ্রিল,বৃহস্পতিবার,২০২১ | আপডেট: ০৭:১৬ পিএম, ২০ নভেম্বর,
বুধবার,২০২৪
নারায়ণগঞ্জ হেফাজতের ডাকা হরতালে নাশকতার ঘটনায় পুলিশের করা দুই মামলায় আলী হোসেন প্রধান নামে বিএনপির প্রয়াত এক নেতাকে আসামি করা হয়েছে। গত সোমবার (২৯ মার্চ) রাতে সিদ্ধিরগঞ্জ থানায় করা এক মামলায় তাকে ৭ নম্বর আসামি এবং অপর আরেকটি মামলায় ২৫ নম্বর আসামি করা হয়েছে। গত রবিবার হেফাজতের ডাকা হরতালে ভাংচুর, অগ্নিসংযোগসহ নাশকতার অভিযোগে সন্ত্রাস বিরোধী আইনে এই মৃত নেতার বিরুদ্ধে মামলা দুটি করেছে পুলিশ।
এদিকে মামলার আসামি আলী হোসেন প্রধান ২০১৬ সালের ২৪ ডিসেম্বর নারায়ণগঞ্জ জেলা কারাগারে পুলিশের দায়েরকৃত গায়েবী মামলায় বন্দী থাকাবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। যে বছর তিনি মারা যান সেই বছরেরই ৩ নভেম্বর পুলিশের দাযের করা গায়েবী মামলার অভিযোগে গ্রেফতার হয়ে ছিলেন তিনি। পরে কারাগারে বন্দী অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি বিভিন্ন গণমাধ্যমেও প্রচার পেয়েছিল। মরহুম আলী হোসেন প্রধান ছিলেন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক।
গত রবিবার হেফাজতের ডাকা হরতালে নাশকতার ঘটনায় দায়ের করা র্যাব-পুলিশের ছয় মামলায় আসামি করা হয়েছে বিএনপি-জামায়াত ইসলামীর নেতা-কর্মীকে। মামলায় কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি আলহাজ্ব মুহাম্মদ গিয়াসউদ্দিন, তাঁর ছেলে নাসিক কাউন্সিলর গোলাম মুহাম্মদ সাদরিল, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব অধ্যাপক মামুন মাহমুদ, যুগ্ম আহবায়ক মনিরুল ইসলাম রবি, আবদুল হাই রাজু, বিলুপ্ত মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন মন্তু, মহানগর ছাত্রদল সাধারণ সম্পাদক মমিনুর রহমান বাবু, বিএনপি কর্মী ২ নং ওয়ার্ড কাউন্সিলর ইকবাল হোসেন, জামায়াত নেতা বশিরুল্লাহসহ ১৩৬ জনের নাম উল্লেখ ও ৩৭০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। তবে মামলায় বাদ পড়েছেন জেলা হেফাজতে ইসলামের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।
এদিকে বিএনপি বলছে, হেফাজতের হরতালে তাদের সমর্থন ছিল না। সরকার তাদের ঘায়েল করার জন্য এই মামলাগুলোতে আসামি করেছে। এদিকে এই মামলায় পাওয়া গেছে মৃত বিএনপি নেতার নাম।
পুলিশের করা পাঁচ মামলার দুটি মামলার বাদী হয়েছেন সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আবু শাহাদাৎ মোহাম্মদ শাহীন ও কাজল চন্দ্র মজুমদার। এসআই শাহীনের করা মামলায় ২৫ নম্বর আসামি করা হয়েছে মৃত বিএনপি নেতা আলী হোসেন প্রধানকে এবং এসআই কাজল ৭ নম্বর আসামি করেছেন আলী হোসেন প্রধানকে। দুটি মামলাতেই মরহুম আলী হোসেন প্রধানের বাবার নাম মৃত আলমাছ প্রধান ও ঠিকানা সিদ্ধিরগঞ্জের জালকুড়ি মাইজপাড়া এলাকা উল্লেখ রয়ছে। তার পরিচয় হিসেবে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক বিষয়টিও উল্লেখ রয়েছে মামলায়। এদিকে খোঁজ নিয়ে জানা যায়, ২০১৬ সালের ২৪ জিসেম্বর তিনি কারাগারে বন্দী অবস্থায় মারা গিয়েছিলেন।
জেলা বিএনপির আহবায়ক কমেটির সদস্যসচিব অধ্যাপক মামুন মাহমুদ বলেন, কয়েক মাস আগে আমরা তাঁর মৃত্যুবার্ষিকী পালন করেছি। তাকেও আসামি করার মানে হলো এই মামলা মনগড়া তা প্রমাণিত হওয়ার পূর্বের গায়েবি মামলার আসামিদের তালিকা ধরে ধরে এবং সরকারি দলের লোকজনের প্রেসক্রিপশনে পুলিশ এমন মামলা করেছে। অন্যথায় ৫ বছর পূর্বে মারা যাওয়া ব্যক্তির নাম আসা সম্ভব না।
এদিকে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বলেন, মামলার এজাহারের খসড়ায় ভুলক্রমে আলী হোসেন প্রধানের নাম টাইপ করা হয়েছিল। রাতেই আমরা ভুল সংশোধন করেছি। সংশোধন করে আদালতে মামলার কাগজপত্র পাঠানো হয়েছে। তবে পুলিশের দায়িত্বশীল একটি সূত্র জানায়, আদালতে মামলার যে কাগজপত্র পাঠানো হয়েছে তাতেও মৃত আলী হোসেন প্রধানের নাম রয়েছে।