তজুমদ্দিনে মাস্ক না পরায় মোবাইল কোর্টে ৩৮ জনের জরিমানা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:০২ পিএম, ৩১ মার্চ,
বুধবার,২০২১ | আপডেট: ১২:৪০ এএম, ২৩ নভেম্বর,শনিবার,২০২৪
ভোলার তজুমদ্দিনে মাস্ক পরিধান না করায় বিভিন্ন স্থানে মোবাইল পরিচালনা করে ৩৭টি মামলার মাধ্যমে অর্থিক জরিমানা করা হয়েছে।
আজ বুধবার (৩১ মার্চ) উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সুত্রে জানা যায়, সকাল সাড়ে ১০টা থেকে উপজেলা সদরে নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট পল্লব কুমার হাজরার নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এ সময় স্বাস্থ্যবিধি না মানার কারণে সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মুল) আইন ২০১৮ এর আওতায় মাস্ক পরিধান না করায় ৩৭টি মামলায় ৩৮ জনকে ৮হাজার ১শত টাকা আর্থিক জরিমানা করা হয়।
উপজেলার বিভিন্ন জায়গার সাথে উপজেলা চত্ত্বরেও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিনা মূল্যে মাস্ক বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট পল্লব কুমার হাজরা বলেন, সাধারণ জনগণের মাঝে মাস্ক পরিধানের অভ্যাস গড়ে না উঠা পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে সামনের দিকে আইনের সর্বোচ্চ ব্যবহার করা হবে।