র্যাব-১৪ এর অভিযানে রৌমারীতে ইয়াবাসহ আটক- ১
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:৫৪ পিএম, ৩১ মার্চ,
বুধবার,২০২১ | আপডেট: ০৪:৫৬ পিএম, ২২ নভেম্বর,শুক্রবার,২০২৪
কুড়িগ্রামের রৌমারীতে অভিযান চালিয়ে ২১০ পিছ ভারতীয় ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১৪ জামালপুর।
গতকাল মঙ্গলবার (৩০ মার্চ) বিকেলের দিকে জামালপুর ক্যাম্প এর ভারপ্রাপ্ত কম্পানি কমান্ডর সহকারি পুলিশ সুপার এম. এম. সবুজ রানা এর নেতৃত্বে একটি অভিযানিক দল উপজেলার বাইমমারি দিঘি মোড় এলাকায় অভিযানকালে ২১০ পিছ ভারতীয় ইয়াবাসহ একজন মাদক ব্যাবসায়ীকে আটক করে।
আটককৃত ব্যাক্তি উপজেলার যাদুরচর ইউনিয়নের কাশিয়াবাড়ি গ্রামের জাহিদুল ডাক্তারের ছেলে নাহিদ হাসান (২৫)।
এব্যাপারে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১৪ জামালপুরের কম্পানি কমান্ডার সবুজ রানা বলেন, ওই মাদক কারবারির ব্যাপারে অনুসন্ধান চালিয়ে জানতে পেরেছি সে দীর্ঘদিন যাবৎ কুড়িগ্রাম জেলার বিভিন্ন স্থানে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। আজ একটি বিশেষ অভিযানে যাদুরচর দিঘির মোড় এলাকা থেকে নাহিদ হাসানকে ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়েছে।
তিনি আরও জানান, উক্ত বিষয়ে ধৃত আসামীর বিরুদ্ধে কুড়িগ্রাম জেলার রৌমারী থানায় মামলা দায়ের করে উক্ত থানায় আসামীকে হস্তান্তর করা হয়েছে।