লাকসামে শিক্ষাবিদ কবিতা বড়ুয়ার স্মরণসভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:৪৩ পিএম, ৩০ মার্চ,মঙ্গলবার,২০২১ | আপডেট: ০৮:৫১ পিএম, ১০ নভেম্বর,রবিবার,২০২৪
কুমিল্লার লাকসাম উপজেলার বাকই ইউপির বরইগাঁও এলাকা শিক্ষাবিদ কবিতা রানী বড়ুয়ার অকাল মৃত্যুতে গতকাল সোমবার সকালে তার কর্মস্থল জ্যোতিঃপাল মহাথের বৌদ্ধ অনাথ আশ্রম উচ্চ বিদ্যালয়ে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
শিক্ষাবিদ ও ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কবিতা রানী বড়ুয়া গত ২৫ মার্চ বৃহস্পতিবার সকালে রাজধানী ঢাকার একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি ১ ছেলেসহ বহু আত্মীয়স্বজন রেখে গেছেন।
বৌদ্ধ সম্প্রদায়ের নেতা ও ওই বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শ্রীমৎ শীল ভদ্র মহাথেরের সভাপতিত্বে উক্ত স্মরণ সভা অনুষ্ঠানে লাকসাম উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার প্রসাদ কুমার ভাওয়াল, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ তপন চন্দ্র সাহা, সিনিয়র সহ-সভাপতি কামাল হোসেন হেলাল, সাধারণ সম্পাদক আবুল ফয়েজ, প্রজ্ঞাজ্যোতি মহাথের, বাবু সাধন মিত্র সিংহ, শিক্ষক আবদুর রাজ্জাক, মোঃ আব্দুল হাই, ইউছুফ জামিল, মোস্তাফিজুর রহমান, ওমর ফারুক ও ওই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাবু দিলীপ কুমার সাহা প্রমুখ বক্তব্য রাখেন।
উক্ত স্মৃতিচারন সভায় মরহুমার বিভিন্ন দিক তুলে ধরে বক্তারা বলেন, এ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কবিতা রানী বড়ুয়া একজন ভালো মানুষ ছিলেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সকলের সাথে ভালো ব্যবহার ও বিভিন্ন পর্ক্ষীায় ভালো ফলাফলের লক্ষ্যে লেখাপড়ার প্রতি শতভাগ দায়িত্ব ছিলো তার অঙ্গিকার।
আমাদের প্রিয় শিক্ষক আমাদের মাঝ থেকে অকালে না ফেরার দেশে চলে যাওয়ায় আমরা খুব তার শুণ্যতা অনুভব করছি। তিনি আমাদের ছেলে-মেয়েদের পড়া লেখার প্রতি সবসময় খোঁজখবর নিতেন।
আমরা এলাকাবাসী এ শিক্ষাবিদের অকাল মৃত্যুতে সবাই শোকাহত। আমরা সকলেই ওনার বিদেহী আত্মার সদগতি কামনা করছি।
ওই বিদ্যালয়ের শিক্ষক দেলোয়ার হোসেন ও বাবু সুব্রত সিংহের সঞ্চালনায় উক্ত স্মরণ সভায় অন্যান্যদের মধ্যে লাকসাম উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সহ-সভাপতি বাবু ফনি ভূষন সিংহ, শিক্ষক মোঃ লোকমান হোসেন, বাবু শংকর সিংহ, বিধান বড়ুয়া, মিহির কান্তি সিংহ, মোঃ ইউছুফ, আব্দুল মমিন, অনুপ্রেমা সিংহ, সোহরাব হোসেন, আ’লীগ নেতা শিমল সিংহ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, মরহুমের স্বজন, স্থানীয় ব্যবসায়ী, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।