নাঙ্গলকোটে করোনা ভ্যাকসিন প্রদান কর্মসূচী অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:৩৫ পিএম, ৩০ মার্চ,মঙ্গলবার,২০২১ | আপডেট: ০৩:৫৬ পিএম, ১১ নভেম্বর,সোমবার,২০২৪
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার আদ্রা দক্ষিন ইউপির পুজকরা পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গতকাল সোমবার দিনব্যাপী এলাকার মানুষের মাঝে মহামারী করোনা ভ্যাকসিন প্রদান উপলক্ষে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় সামাজিক ব্যাক্তিত্ব ও রাজনীতিবিদ আলহাজ্ব আবু ইউছুফ কোম্পানীর সার্বিক সহযোগিতায় এলাকার মানুষের মাঝে করোনা ভ্যাকসিন প্রদান কর্মসূচী পালিত হয়।
উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে স্বাস্থ্যবিধি মেনে এ ভ্যাকসিন প্রদান কর্মসূচীতে দিনব্যাপী প্রায় সাড়ে ৫শত মানুষ রেজিঃ ও প্রায় ৪শত মানুষকে করোনা ভ্যাকসিন প্রয়োগ করেন চিকিৎসকরা।
উক্ত কর্মসূচীর প্রধান পৃষ্ঠপোষক আলহাজ্ব আবু ইউছুফ কোম্পানী বলেন, এলাকার সার্বিক পরিস্থিতি ঘিরে অনেকটাই প্রমানিত আমরা নতুন এ ভাইরাসটি প্রতিরোধ নিয়ন্ত্রণে কোথাও না কোথাও আতংকে আছি। এ ভাইরাসটির প্রতিশোধক কিংবা চিকিৎসায় কোন ঔষুধ আবিস্কার করতে এখনো আমরা পারেনি। তাই এখন আমাদের সকলের এ ভাইরাস প্রশমন বা প্রতিরোধের দিকেই নজর দিতে হবে। আমি ব্যাক্তিগত উদ্যোগে এলাকার মানুষের কথা চিন্তা করে এ ভ্যাকসিন প্রদান কর্মসূচী শহর থেকে গ্রামে নিয়ে এসেছি। যেহেতু এ ভাইরাসটি শহর থেকে শুরু করে গ্রাম-গঞ্জের পাড়া-মহল্লায় ইতি মধ্যে ছড়িয়ে পড়েছে। তাই প্রতিরোধে সর্বাত্মক চেষ্টা করতে হবে ঐক্যবদ্ধ পরিসরে এবং স্থানীয় ভাবে। তাহলেই আমরা এ ভাইরাসটির প্রভাব বিস্তার নিয়ন্ত্রন করতে সফল হবো।
স্থানীয় ওয়ার্ড মেম্বার মোঃ শাহজাহান ও আ’লীগ নেতা লোকমান হোসেনের ব্যবস্থাপনায় উক্ত করোনা ভ্যাকসিন প্রদান অনুষ্ঠানে আদ্রা দক্ষিন ইউপি চেয়ারম্যান মোঃ আবদুল ওহাব, শিক্ষাবিদ প্রকৌশলী শহিদ উল্লাহ চৌধুরী, আওয়ামী লীগ নেতা মোঃ আবদুল্লাহ, মোঃ শাহ আলম, প্রবাসী মমিনুল হক, শিক্ষক হুমায়ুন কবির, অধ্যক্ষ আলমগীর হোসেন, আবদুল কাইয়ুম, ডাঃ সাব্বির হোসেন ছিদ্দিকী, আ’লীগ নেতা মনিরুল ইসলাম. সহকারী স্বাস্থ্য পরিদর্শক, নার্স, স্বাস্থ্য বিভাগের বিভিন্ন কর্মকর্তা, স্থানীয় আ’লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ সার্বজনিন লোকজন উপস্থিত ছিলেন।