কাপাসিয়ায় ইট বোঝাই ট্রলি উল্টে খাদে, নিহত- ২
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:১৯ পিএম, ৩০ মার্চ,মঙ্গলবার,২০২১ | আপডেট: ০২:৩২ পিএম, ১৯ নভেম্বর,মঙ্গলবার,২০২৪
গাজীপুরের কাপাসিয়া উপজেলার পাবুর এলাকায় ইটবোঝাই ট্রলি উল্টে খাদে পড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন।
গতকাল সোমবার (২৯ মার্চ) দুপুরে ট্রলিটি উপজেলার তরগাঁও এলাকা থেকে ইট বোঝাই করে কালীগঞ্জ উপজেলার নরুন এলাকায় যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।
ঘটনাস্থলে নিহতরা হলেন- ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার খাটখড়া গ্রামের ইউসুফ আলী (১৮) ও আবু বক্কর (২২)।
কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আলম চাঁদ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সোমবার দুপুরে তরগাঁওয়ের মেসার্স কেবিএম ইটভাটা থেকে ইটবোঝাই ট্রলিটি নরুন এলাকায় যাচ্ছিল।
এসময় কাপাসিয়া-বলখেলা- গাজীপুর সড়কের পাবুর দর্জিবাড়ি সংলগ্ন বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানকে পাশ কাটাতে গিয়ে ট্রলিটি সড়কের পাশে উল্টে ডোবায় পড়ে যায়।
এতে ট্রলিতে থাকা দুই শ্রমিক ইটের নীচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত এবং চালক আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছে বলে জানা যায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।