কুড়িগ্রামে যুবদল ,স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:৩৯ এএম, ২৮ মার্চ,রবিবার,২০২১ | আপডেট: ০৫:২২ এএম, ২২ নভেম্বর,শুক্রবার,২০২৪
স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে শান্তিপূর্ণ সমাবেশে হামলা ও সাধারণ নাগরিক হত্যার প্রতিবাদে কুড়িগ্রামে যুবদল ও ছাত্রদল ও স্বেচ্ছাসেবকদল বিক্ষোভ ও সমাবেশ করেছে।
আজ শনিবার দুপুরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মোক্তার পাড়াস্থ জেলা বিএনপি কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করে নেতাকর্মিরা পরে দাদামোড়ে পুলিশ বাঁধা দিলে দলীয় কার্যালয়ের সামনে সড়কে জেলা যুবদলের সভাপতি রায়হান কবিরের সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক নাদিম আহমেদ,জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রজব,সহ সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির, সদর উপজেলা যুবদলের সভাপতি আব্দুল হামিদ,পৌর যুবদলের সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম শিমুল, জেলা স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক হামিদ, পৌর স্বেচ্ছাসেবক দল সভাপতি রিজন সরকার,সদর উপজেলা স্বেচ্ছাসেবক সভাপতি কাজল,জেলা ছাত্রদলের সভাপতি আমিমুল ইহসান, সাধারণ সম্পাদক হাসান যোবায়ের হিমেল,যুগ্ম সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন সাওন,যুগ্মসম্পাদক সোহেল রানা,সাংগঠনিক সম্পাদক আরমান হোসেন,সহ যুবদল,ছাত্রদল ও স্বেচ্ছাসেবকদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দভ
এ সময় বক্তারা বলেন সারাদেশে ক্ষমতাসীন সংগঠনের অংগসংগঠন প্রশাসনের সহযোগিতায় যেভাবে সাধারণ মানুষের উপর অত্যাচার নির্যাতন করছে তাতে স্বাধীনতার যে সুফল তা ভুলন্ঠিত হয়ে যাবে।