কালীগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের পূনর্মিলনী ও সঙ্গীতানুষ্ঠান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:০৮ পিএম, ২৭ মার্চ,শনিবার,২০২১ | আপডেট: ০৮:২১ এএম, ৮ নভেম্বর,শুক্রবার,২০২৪
গাজীপুরের কালীগঞ্জে স্বাধীনতার ৫০ বছর সূবর্ণজয়ন্তী উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের পূনর্মিলনী ও মনোজ্ঞ সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (২৭ মার্চ) সকালে উপজেলার তুমুলিয়া ইউনিয়ন বীর মুক্তিযোদ্ধাদের পূনর্মিলনী ও সঙ্গীতানুষ্ঠান দক্ষিণসোম পাঠানবাড়ী চত্ত্বরে উদযাপন কমিটির আহবায়ক মোহাম্মদ হোসেন পাঠানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
স্বাগত বক্তব্য রাখেন, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বীর মুক্তিযোদ্ধা কেবিএম মফিজুর রহমান খান। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের স্মৃতি চারণ করেন গাজীপুর জেলা পরিষদের চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আক্তারুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী মুনির উদ্দিন আহমেদ, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. রেজাউল করিম ভুইয়া, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. মোস্তফা মিয়া প্রমূখ।
অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, দূর্নীতি দমন কমিশনের সাবেক মহা-পরিচালক শহিদুজ্জামান সরকার, তুমু্িলয়া ইউনিয়ন পরিষদের বার বার নির্বাচিত চেয়ারম্যান মো. আবু বকর মিয়া, তিতুমীর কলেজের সাবেক ভিপি বীর মুক্তিযোদ্ধা কামাল উদ্দিন আহমেদ, বীর মুক্তিযোদ্ধা মো. হেলাল উদ্দিন প্রমূখ।
এ সময় তুমলিয়া ইউনিয়নের সকল মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য, বিভিন্ন রাজনৈতিক, ধর্মীয় ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সকল মুক্তিযোদ্ধাদের উপস্থিতি ও মুক্তিযোদ্ধের স্মৃতি চারণ করতে গিয়ে বক্তাগণ আবেগে আপ্লুত হয়ে যান। পরিশেষে এক মনোজ্ঞ সঙ্গীতানুষ্ঠানে মুক্তি যুদ্ধের সঙ্গীত ও নৃত্য পরিবেশনায় অনুষ্ঠান মিলন মেলায় পরিনত হয়।