স্বাধীনতা দিবসে বিদ্যালয়ে টাঙ্গানো হয়নি জাতীয় পতাকা খোলা হয়নি তালা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:৩৬ পিএম, ২৭ মার্চ,শনিবার,২০২১ | আপডেট: ০৯:৪২ পিএম, ২০ নভেম্বর,
বুধবার,২০২৪
বাংলাদেশে একযোগে পালিত হচ্ছে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিব শতবর্ষ ও স্বাধীনতা দিবস ২০২১। কিন্তু কুষ্টিয়ার মিরপুর উপজেলার ছাতিয়ান মাধ্যমিক বিদ্যালয়ে টাঙ্গানো হয়নি জাতীয় পতাকা খোলা হয়নি বিদ্যালয়ের তালা।
সীমিত আকারে গতকাল সকাল ৯ টায় বিদ্যালয়ে অনুষ্ঠান হওয়ার কথা ছিল। যার প্রেক্ষিতে সীমিত আকারে কিছু ছাত্র ছাত্রী বিদ্যালয়ে আসে এবং তালাবদ্ধ দেখতে পেয়ে তারা ঘুরে যাই।
তাদের সঙ্গে কথা বলে জানা যায়, শিক্ষকরা তাদের স্বাধীনতা দিবস উপলক্ষে বিদ্যালয়ে উপস্থিত থাকতে বলে কিন্তু বিদ্যালয় কেন বন্ধ তারা সঠিকভাবে বলতে পারছেনা।
এ ব্যাপারে ছাতিয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিগত কমিটির সভাপতি জসিম উদ্দীন বিশ্বাস বলেন, আমার কমিটির মেয়াদ গত ৩ তারিখে শেষ হয়ে গেছে এর পরবর্তীতে কোন কমিটি হয়েছে কিনা জানা নেই।
তবে এলাকাবাসী বলছে প্রধান শিক্ষক স্বেচ্ছাচারিতা করে ২ লক্ষ টাকা ঘুষ বাণিজ্যের মাধ্যমে এলাকার কোন মানুষকে কমিটির বিষয়ে না জানিয়ে শুধুমাত্র একজনকে জানিয়ে তাকে সভাপতি হওয়ার নিয়ম কানুন জানিয়ে এমপির ডিও লেটার এর মাধ্যমে সভাপতি বানিয়েছে বলে অভিযোগ করেছে।
তবে বিদ্যালয় কেন পতাকা উত্তোলন করা হলো না এ ব্যাপারে প্রধান শিক্ষক আহাদ আলীর কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, একই দিনে এলাকাবাসী ও বিদ্যালয়ের অনুষ্ঠান থাকার কারণে আমরা অনুষ্ঠান করছি না। যারা অনুষ্ঠান করছে তারাই পতাকা তুলবে।
এ ব্যাপারে এলাকাবাসী বলছে শিক্ষাপ্রতিষ্ঠানে পতাকা না তোলা পাকিস্তান পন্থী লোকের দ্বারা সম্ভব। স্বাধীনতার এই ৫০ তম বছরে ছাতিয়ানের এর সবচেয়ে বড় বিদ্যাপীঠে পতাকা না উঠানো মানে ছাতিয়ানগ্রাম এর জন্য সবচেয়ে বড় অপমান।
এর পরবর্তীতে সোশ্যাল মিডিয়ায় পতাকা টাঙ্গানো হয়নি এমন নিউজ প্রকাশিত হলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তার নিজ দায়িত্বে বিদ্যালয় পতাকা উত্তোলন করেন।