শ্রীবরদীতে ভারতীয় রুপী সহ যুবক গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:০৫ পিএম, ২৩ মার্চ,মঙ্গলবার,২০২১ | আপডেট: ০১:৫১ এএম, ৪ নভেম্বর,সোমবার,২০২৪
শেরপুরের শ্রীবরদীর সীমান্তে ভারতীয় রুপী সহ এক যুবককে গ্রেফতার করেছে বিজিবি।
গতকাল সোমবার (২২ মার্চ) সন্ধ্যায় ভারতীয় সীমান্তের পিলার ১০৯৮/৩ এস হতে ২০০ গজ বাংলাদেশের অভ্যান্তরে পূর্ব খাড়ামোড়া নামক স্থান হইতে ওই যুবককে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত যুবক রাঙ্গাজান গ্রামের মফিজল হকের ছেলে মোহাম্মদ আলী (২৩)।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে তাওয়াকুচা বিজিবি ক্যাম্প হতে একটি টহলদল ১০৯৮/৩ এস পিলার কাছে ফাঁদ পেতে বসে থাকে।
এ সময় মোহাম্মদ আলীসহ আরো একজন ভারতীয় সীমান্তের দিকে যেতে থাকলে বিজিবি’র টহলদল ধাওয়া দিয়ে মোহাম্মদ আলীকে আটক করলে অন্যজন পালিয়ে যায়।
এ সময় মোহাম্মদ আলীর দেহ তল্লাশী করলে তার কোমরে গামছার ভিতরে ভারতীয় ৪০ হাজার রুপি পাওয়া যায়। পরে বিজিবি তাওয়াকুচা ক্যাম্পের হাবিলদার মিজানুর রহমান বাদী হয়ে ২২ মার্চ রাতে শ্রীবরদী থানায় মামলা দায়ের করে।
এব্যাপারে শ্রীবরদী থানার ওসি (তদন্ত) ইনকান্দার হাবিবুর রহমান বলেন, বিজিবি ধৃত মোহাম্মদ আলীসহ জব্দকৃত ভারতীয় রুপি নিয়ে শ্রীবরদী থানায় এসে মামলা দায়ের করেছে। আসামীকে কোর্টে প্রেরণ করা হয়েছে।