বগুড়ায় শহীদ ও আহত ছাত্র-জনতার পরিবারের পাশে তারেক রহমান
কালাম আজাদ, দিনকাল
প্রকাশ: ০৯:০১ পিএম, ১৭ সেপ্টেম্বর,মঙ্গলবার,২০২৪ | আপডেট: ০৪:৫৭ পিএম, ৪ অক্টোবর,শুক্রবার,২০২৪
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও 'আমরা বিএনপি পরিবার' এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের নির্দেশনায় বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদ ও আহতদের আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
বগুড়া সদরের এরুলিয়া ইউনিয়নের বানদিঘী এলাকার শহীদ আব্দুল মান্নান, বগুড়া শহরের মালতিনগর এলাকার আহত মোহাম্মদ সাবাব শাহরিয়ার রহমান ও কৈগাড়ি পূর্বপাড়া এলাকার আহত আশিককে নগদ অর্থ সহায়তা দেয়া হয়।
আমরা বিএনপি পরিবার এর পক্ষে বিএনপি মিডিয়ার সেল রাজশাহী ও রংপুর বিভাগীয় সমন্বয়কারী ও দৈনিক দিনকালের বিশেষ প্রতিবেদক কালাম আজাদ ও মোস্তাকিম বিল্লাহ এই আর্থিক সহায়তা প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নুরে আলম সিদ্দিকী রিগ্যান সহ অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।