মামার বিরুদ্ধে প্রতিবন্ধী ভাগ্নীকে ধর্ষণের অভিযোগ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:২৩ পিএম, ২২ মার্চ,সোমবার,২০২১ | আপডেট: ০৩:৪৫ পিএম, ২৩ নভেম্বর,শনিবার,২০২৪
কুষ্টিয়ার কুমারখালীতে ১৬ বছর বয়সের এক বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে বিয়ের প্রলোভন দেখিয়ে জোর পূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে চাচাতো মামা শহিদুল ইসলামের (৪৫) বিরুদ্ধে।
ধর্ষক উপজেলার চাপড়া ইউনিয়নের উত্তরপাড়া সাওতা গ্রামের আফান ইসলামের লম্পট ছেলে। তিনি পেশায় একজন দর্জি। এঘটনায় ধর্ষিতার বড় বোন বাদী হয়ে গত শনিবার (২০ মার্চ) বিকেলে নারী ও শিশু নির্যাতন দমন আইনেন ৯ এর (১) থানায় একটি মামলা দায়ের করেন।
মামলা নম্বর ২১। ধর্ষিতার পরিবার ও পুলিশ সুত্রে জানা গেছে, গত ৪ মার্চ দুপুরে বুদ্ধি প্রতিবন্ধী ভিকটিমকে বাড়ির বাইরে দেখে ধর্ষক শহিদুল নিজ ঘরের পশ্চিম পাশে নিয়ে গিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে এবং ঘটনাটি জানাজানি করতে নিষেধ করে ভিকটিমের হাতে ত্রিশ টাকা তুলে দেয়।
এরপর ভিকটিমের স্বাভাবিক চলাচল সন্দেহ হলে বড়বোন জিজ্ঞেস করলে ১৯ মার্চ রাত ৮ টার দিকে বিষয়টি খুলে বলে ভিকটিম এবং ২০ মার্চ থানায় মামলা দায়ের করেন বড় বোন।
এ বিষয়ে ধর্ষিতার বড় বোন বলেন, আমার বোন বুদ্ধি প্রতিবন্ধী। সে দুই বছর আমার স্বামীর বাড়িতে থাকে। কাজের জন্য আমি আর আমার স্বামী বাড়ির বাইরে থাকায় চাচাতো মামা লম্পট শহিদুল বোনকে বিয়ের প্রলোভন দেখিয়ে নিজ ঘরে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।
বিষয়টি ধামাচাপা দিতে বোনের হাতে ত্রিশ টাকা দেয় শহিদুল। তিনি আরো বলেন, সুষ্ঠ বিচারের আশায় থানায় মামলা দায়ের করেছি।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত (ওসি) মজিবুর রহমান বলেন, চাচাতো মামা কর্তৃক বুদ্ধি প্রতিবন্ধী ভাগ্নীকে ধর্ষণের ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। ভিকটিমকে পরীক্ষার জন্য কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে এবং আসামীকে গ্রেফতার করতে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।