শামীম ওসমান বাহিনীর সশস্ত্র ক্যাডার তেল রাসেল গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:৪৬ পিএম, ২৩ সেপ্টেম্বর,সোমবার,২০২৪ | আপডেট: ০২:৩১ পিএম, ১৯ নভেম্বর,মঙ্গলবার,২০২৪
শামীম ওসমান বাহিনীর সশস্ত্র ক্যাডার, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন ছাত্র-জনতা হত্যার আসামী সন্ত্রাসী রাসেদুল ইসলাম রাসেল ওরফে তেল রাসেলকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার (২২ সেপ্টেস্বর) রাতে দেওভোগের নিজ বাসা থেকে আটক হয় তাকে। সে সিদ্ধিরগঞ্জ থানায় মনিরুল ইসলাম হত্যা মামলার ২৩নং আসামি।
গ্রেপ্তার নিশ্চিত করে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম জানান, রাসেলকে সদর থানার দুই মামলায় ও সিদ্ধিরগঞ্জ থানার এক মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
এলাকাবাসি জানিয়েছে, সন্ত্রাসী রাসেল শামীম ওসমান বাহিনীর প্রধান আরাফাত সাগরের ডান হাত ছিলো। ওসমানদের ওপর ভর করে দেওভোগে জমি দখলের অভিযোগ রয়েছে তিন ভাই বলে পরিচিত তেল রাসেল, জুট রাজীব ও শান্তর বিরুদ্ধে।
গত ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-জনতা ওপর ওসমানদের গুলিবর্ষণে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবকলীগ নেতা তেল রাসেল ও তার ছোট ভাই জুট সন্ত্রাসী রাজীব। ওই দিন বিকালে আলী আহাম্মদ চুনকা পাঠাগারের সামনে শামীম ওসমান, অয়ন ওসমান, আহম্মেদ কাউসার ও শাহ নিজামের নেতৃত্বে ছাত্র-জনতা আন্দোলনে হামলা করা হয়। দেওভোগ থেকে আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আরাফাত ও বহিস্কৃত নেতা সাব্বির আহম্মেদ সাগরের আস্থাভাজন হিসেবে তেল রাসেল ও রাজীবের নেত্বত্বে একটি দল ওসমানদের বহরে যোগ দেয়।
ইতোমধ্যে একটি ভিডিও ফুটেজে দেখা গেছে, দেওভোগ মোড় থেকে রাজীবের নেতৃত্বে ২০/২৫ জনের যুবক ছাত্র-জনতাকে ধাওয়া দেয়। একটু পরে সাবেক এমপি শামীম ওসমান ও তার ছেলে অয়ন ওসমানের নেতৃত্বে আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবকলীগের নেতা-কর্মী গুলি বর্ষণ করতে থাকে, তাদের সাথে তেল রাসেলকে দেখা যায়।