নালিতাবাড়ীর কৃষকরা স্বপ্ন দেখছেন বিএডিসির সোলার প্লান্টে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:০৫ পিএম, ২২ মার্চ,সোমবার,২০২১ | আপডেট: ০৭:১১ এএম, ১৯ নভেম্বর,মঙ্গলবার,২০২৪
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার চেল্লাখালী নদীর উপর রাবার ড্যামের উজানে হাইড্রোলিক স্ট্রাকচারের উপর ৫ কিউসেক ক্ষমতা সম্পন্ন পরীক্ষামূলক সোলার ইরিগেশন পাম্পিং সিস্টেম চালু হয়েছে।
ফলে ভবিষ্যতে অল্প খরচে সেচ সুবিধার মাধ্যমে কৃষকরা তাদের ফসল ফলাতে স্বপ্ন দেখছেন।
বিএডিসি সূত্রে জানা গেছে, জলবায়ু পরিবর্তনে কৃষি উৎপাদনে ঝুঁকি মোকাবেলায় বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসি ১৪ কোটি টাকা ব্যায়ে নির্মাণ করেছে নালিতাবাড়ি উপজেলার চেল্লাখালি নদীর উপর রাবার ড্যাম।
তারই উজানে চেল্লাখালী নদীর উপর ১ কোটি ৩৮ লাখ ৫৯ হাজার ১শত ২৪ টাকা ব্যায়ে নির্মিত হয় হাইড্রোলিক স্ট্রাকচারের উপর ৫ কিউসেক ক্ষমতা সম্পন্ন পরীক্ষামূলক সোলার ইরিগেশন পাম্পিং সিস্টেম। এই পাম্পের মাধ্যমে স্থানীয় কৃষকরা পানি নিয়ে তাদের ইরিগেশনের কাজ করছেন।
আগামীতে বিদ্যুৎ চালিত পাম্প না ব্যবহার করে কম খরচে সোলারে মর্টার বা পাম্প চালিয়ে তাদের ইরিগেশন কাজ করতে সহজ হবে।
পরীক্ষামূলক এই প্রকল্পের পাম্প হাউজের দায়িত্বপ্রাপ্ত মন্টু মিয়া বলেন,সোলার পাম্পের সাহায্যে ৬ ঘণ্টা চালানো যায়। এটা যদি ১০ ঘণ্টা চালানো যায় তাহলে আরো বেশী সুবিধা হতো। প্রকল্পটি পূর্ণাঙ্গভাবে চালু হলে সেচ সুবিধা পাবে হাজারোও কৃষক।
প্রকল্পের নির্বাহী প্রকৌশলী আবু আহম্মেদ মাহমুদুল হাসান জানান, সোলার পাম্প ও রাবার ড্যামের জমাকৃত ভূ-উপরস্ত পানির কারণে আস্তে আস্তে এই এলাকার হাজারো কৃষক সেচ সুবিধা পাবে। এই প্রকল্পের আওতায় স্থানীয় কৃষকরা সেচ সুবিধা পাবেন।