ফরিদপুরে ট্রাক-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষ, নিহত- ৬
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:৩৭ পিএম, ২১ মার্চ,রবিবার,২০২১ | আপডেট: ০২:৪৪ পিএম, ১৯ নভেম্বর,মঙ্গলবার,২০২৪
ফরিদপুরের মধুখালীতে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নারী ও শিশুসহ ৬ জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন মাইক্রোবাসের আরও ১০ যাত্রী।
আজ রবিবার (২১ মার্চ) সকাল সাতটার দিকে জেলার মধুখালী উপজেলার মাঝকান্দি এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
করিমপুর হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) কাওসার হোসেন বলেন, মাইক্রোবাসটি মাগুরা থেকে ফরিদপুরের দিকে আসছিল। আর ট্রাকটি মাঝকান্দি এলাকার পারিসা ফিলিং স্টেশন থেকে জ্বালানি নিয়ে মহাসড়কে ওঠার পরপরই মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষ হয়।
এসময় ঘটনাস্থলেই মাইক্রোবাসে থাকা এক নারীসহ দুইজন মারা যান। আহত হয় মাইক্রোবাসের আরও ১০ যাত্রী। আহতদের ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় আরও ৪ ব্যক্তি মারা যান। তবে নিহত ব্যক্তিদের পরিচয় এখনো জানা যায়নি।
মধুখালী ফায়ার সার্ভিসের স্টেশন ব্যবস্থাপক টিটো সিকদার বলেন, আহত কয়েকজনকে উদ্ধার করে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, ট্রাকটিকে জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে। তবে নিহতরা ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলার বলে জানা গেছে। হাসপাতালে চিকিৎসাধীনদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।