টিকা নেওয়ার পরও সুনামগঞ্জে এমপি মিসবাহ স্ত্রীসহ করোনায় আক্রান্ত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:১৬ পিএম, ২০ মার্চ,শনিবার,২০২১ | আপডেট: ১১:০২ এএম, ২২ নভেম্বর,শুক্রবার,২০২৪
সুনামগঞ্জে করোনা ভাইরাসের টিকা নেওয়ার পরও কারোনায় আক্রান্ত হয়েছেন সংসদ সদস্য ও হুইপ পীর ফজলুর রহমান মিসবাহ ও তার স্ত্রী মাসকুরা হোসাইন দীনা।
গতকাল শুক্রবার (১৯শে মার্চ) রাতে ঢাকার ন্যাম ভবনে আইসোলেশনে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে দুজনকে।
এব্যাপারে খোঁজ নিয়ে জানাগেছে- গত বুধবার (১৭ই মার্চ) সুনামগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ে করোনা পরিক্ষার জন্য নমুনা দেন সুনামগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য ও হুইপ পীর ফজলুর রহমান মিসবাহ ও তার স্ত্রী মাসকুরা হোসাইন দীনা। এরপর গতকাল শুক্রবার (১৯শে মার্চ) সন্ধ্যায় সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবি) পিসিআর ল্যাব হতে দুজনের রিপোর্ট পজেটিভ আসে। আর এই বিষয়টি সুনামগঞ্জ স্বাস্থ্য অধিদপ্তরের মাধ্যমে জানাতে পারেন এমপি মিসবাহ ও তার স্ত্রী মাসকরা। পরে ওইদিন রাতেই ঢাকার ন্যাম ভবনে আইসোলেশনে নেওয়া হয় দুজনকে।
এব্যাপারে সুনামগঞ্জ ৪ আসনের এমপি ও হুইপ পীর ফজলুর রহমান মিসবাহ সাংবাদিকদের জানান- বর্তমানে হালকা জ¦র রয়েছে শরীরে। এছাড়া অন্য কোন পাশর্^ প্রতিক্রিয়া নেই। তাই দলীয় নেতাকর্মী ও দেশবাসীর কাছে সুস্থতার জন্য দোয়া চেয়েছেন এমপি মিসবাহ ও তার পরিবার।