আটকের পরও খালেদা জিয়ার মুক্তি চেয়ে স্লোগান ছাত্রদল নেতার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:৩৯ পিএম, ৯ ডিসেম্বর,শুক্রবার,২০২২ | আপডেট: ০৬:০০ এএম, ২২ নভেম্বর,শুক্রবার,২০২৪
রাজধানীর নয়াপল্টনে বিএনপি'র কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশি কড়া নিরাপত্তার মধ্যেও ছাত্রদলের একজন নেতা শ্লোগান দিতে শুরু করেন। এ সময় পুলিশ তাকে আটক করলেও তিনি খালেদা জিয়ার মুক্তির দাবিতে আজ শুক্রবার দুপুর সাড়ে বারোটার দিকে স্লোগান দিতে থাকেন। পরে পুলিশের একটি মোটর সাইকেলে করে তাকে থানায় নিয়ে যাওয়া হয়। এসময় তিনি তার পরিচয় তুলে ধরে বলেন- তার নাম মাহবুবুল আলম রবিন। তিনি ময়মনসিংহের নান্দাইল উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক।
এই এলাকায় যারাই প্রবেশ করছেন তাদেরকে পুলিশ জিজ্ঞাসাবাদ করছেন এবং সন্তোষজনক উত্তর না পেলে আটক করছেন।
সকাল থেকেই পুলিশের কড়া নিরাপত্তার মধ্যে রয়েছে বিএনপি কার্যালয়ের আশেপাশের এলাকা। নাইটিঙ্গেল মোড় থেকে ফকিরাপুল মোড় পর্যন্ত জনসাধারণের চলাচল নিষিদ্ধ করা হয়েছে। গতকালের মতো আজকেও পুলিশের দখলে পুরো নয়া পল্টন এলাকা। নাইটেঙ্গেল ও ফকিরাপুল মোড়ে পুলিশের চেকপোস্ট বসিয়ে অবরুদ্ধ করে রাখা হয়েছে বিএনপির দলীয় কার্যালয়ের সড়কটি। পুরো এলাকাজুড়ে কড়া নিরাপত্তা অবস্থানে রয়েছে পুলিশ। সকাল থেকে এখন পর্যন্ত সুনসান পরিস্থিতি বিরাজ করছে নয়াপল্টন এলাকা।