লাকসামে দুই মহেন্দ্রক্ষন উদযাপনে ১০ দিনের কর্মসূচী ঘোষনা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:৪০ পিএম, ২০ মার্চ,শনিবার,২০২১ | আপডেট: ০৬:৩৯ এএম, ১৯ নভেম্বর,মঙ্গলবার,২০২৪
কুমিল্লার লাকসামে নানান আয়োজনে উপজেলা-পৌরসভা প্রশাসন, ইউনিয়ন পরিষদ ও সকল ওয়ার্ড কাউন্সিলর-মেম্বার, রাজনৈতিক-সামাজিক সংগঠনসহ বিভিন্ন প্রতিষ্ঠান ১০ দিনব্যাপী যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক দুই মহেন্দ্রক্ষন উদযাপনে একাধিক অনুষ্ঠানমালা পালন করছেন।
জানা যায়, স্থানীয় প্রশাসনসহ বিভিন্ন সংগঠন ১৭ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত ১০ দিনব্যাপী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ও মহান স্বাধীনতার সূর্বনজয়ন্তী এ দুই মহেন্দ্রক্ষন উদযাপন উপলক্ষে একাধিক কর্মসূচী পালন করে যাচ্ছে।
বিশেষ করে বুধবার সকালে স্থানীয় প্রশাসনসহ বিভিন্ন সংগঠন পৌরশহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে স্থাপিত জাতির জনক বঙ্গবন্ধুর মুরালে পুস্পমাল্য অর্পণ, স্ব স্ব প্রতিষ্ঠান কার্যালয়ে কেক কাটা উৎসব ও শুক্রবার বাদজুম্মা এ অঞ্চলের সকল মসজিদে দোয়া ও মুনাজতের মাধ্যমে অনুষ্ঠানমালা শুরু হলেও আগামী শুক্রবার ২৬ মার্চ দিনব্যাপী নানা কর্মসূচী অব্যাহত থাকবে।
১০ দিনব্যাপী অনুষ্ঠানমালার মধ্যে বঙ্গবন্ধু ম্যুরালে পুস্পস্তবক অর্পন, দোয়া ও মুনাজাত, আনন্দর্যালী, বনার্ঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান, স্ব স্ব প্রতিষ্ঠানে আলোকসজ্জা, ব্যবসা প্রতিষ্ঠান ও বিপনী বিতানগুলোতে লাল সবুজ রঙ্গে রাঙ্গানো, ক্রীড়া প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ, পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান, কবিতা আবৃত্তি ও রচনা প্রতিযোগিতা উৎসব, বঙ্গবন্ধুর ভাষণ প্রচার এবং মহান স্বাধীনতার ভিডিও চিত্র প্রদর্শনসহ জাতীয় অনুষ্ঠানমালা প্রচার করবে বিভিন্ন সেক্টর।
এ অনুষ্ঠানমালায় স্থানীয় সকল প্রশাসনিক দপ্তর, পৌর প্রশাসন, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, শিক্ষক, স্কাউট-পুলিশসহ রাজিৈনতক-সামাজিক সংগঠনগুলো নানান আয়োজনে এ দুই মহেন্দ্রক্ষন উদযাপনে বিভিন্ন কর্মসূচী পালন করছেন।
বিশেষ করে উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদ কার্যালয় ও ওয়ার্ড মেম্বাররা পৃথক পৃথক ভাবে আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে নানা কর্মসূচী হাতে নিয়েছে।