বছর না যেতেই বেহাল কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:০৬ পিএম, ১৯ মার্চ,শুক্রবার,২০২১ | আপডেট: ০২:২৬ পিএম, ১৯ নভেম্বর,মঙ্গলবার,২০২৪
ছবিতে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের আজকের চিত্র কিন্তু এ চিত্র নতুন নয়। এমন ঘটনা ঘটছে প্রতিনিয়ত।
কোটি কোটি ব্যয়ে এক বছর আগে এ সড়কের কাজ করা হয়। ভুক্তভোগী যাত্রীরা আক্ষেপ করেই বলছেন দু বছর না যেতেই উন্নয়নের জোয়ারে রাস্তার পিচ ভেসে গিছেছে!
এতে সৃষ্টি হয়েছে ছোট বড় গর্তের। সেখানে এখন প্রতিনিয়ত দূর্ঘটনার শিকার হয়ে হাসপাতালের যাত্রী হচ্ছেন জনসাধারণ।
বিকল হচ্ছে শত শত ছোট বড় যানবাহন। সামান্য বৃষ্টিতে কাদা এবং রোদ্রের মধ্যে বাতাসে ধুলো মিশে রুপ নিচ্ছে কুয়াশায়!
নতুন করে এ সড়কের কিছু অংশে কাজ চলছে কিন্তু নিয়মিত পানি না দেয়ায় সেখানে সারাক্ষন ধুলোর মধ্যে চরম দুর্ভোগের মাঝে যাতায়াত করছে যাত্রী সাধারণ।
তবুও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থাকেন ঘুমিয়ে, বলে আক্ষেপ সাধারণ যাত্রীদের।