সড়কে ১০ জন নিহত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:০৮ এএম, ১৮ মার্চ,বৃহস্পতিবার,২০২১ | আপডেট: ০৪:৫২ এএম, ২১ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
দেশের বিভিন্ন এলাকায় সড়ক দুর্ঘটনায় ১০ জন নিহত হয়েছেন। এসব ঘটনায় জয়পুরহাটে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী, জামালপুরের সরিষাবাড়ীতে এক নারী, ময়মনসিংহে ৩ জন, বরগুনার আমতলীতে ট্রাক-প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষে ২ জন, গোপালগঞ্জে বাস শ্রমিক, নড়াইলে কলেজ অধ্যক্ষ, নোয়াখালীতে এসআই নিহত হয়েছেন।
জয়পুরহাট : জয়পুরহাট প্রতিনিধি জানান, জয়পুরহাট সদর উপজেলার ভাদসা ইউনিয়নের দিওর এলাকায় দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় মীর আব্দুল কুদ্দুস (৬৫) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৬ মার্চ) রাত ৯ টার দিকে নেঙ্গাপীর -মঙ্গলবাড়ী সড়কে এ ঘটনা ঘটে। জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর জাহান বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত মীর আব্দুল কুদ্দুস জয়পুরহাট সদর উপজেলার দিওর গ্রামের মৃত মীর আব্দুল হামিদের ছেলে। (ওসি) আলমগীর জাহান জানান, আব্দুল কুদ্দুস নেঙ্গাপীর বাজার থেকে হেঁটে বাড়িতে ফিরছিলেন। এসময় হঠাৎ পেছন দিক থেকে একটি দ্রুতগামী মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আব্দুল কুদ্দুসকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুত্বর আহত হয়ে অচেতন অবস্থায় রাস্তায় পড়ে থাকেন। স্থানীয় গ্রামবাসী দেখে তাকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জামালপুর : সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি জানান, জামালপুরের সরিষাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় আনোয়ারা বেগম (৫৫) নামের এক মহিলার মৃত্যু হয়েছে। মঙ্গলবার কামরাবাদ এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহতের পরিবার সূত্রে জানাগেছে, সরিষাবাড়ী পৌরসভার কামরাবাদ গ্রামের মৃত দারগ আলীর স্ত্রী আনোয়ারা বেগম উপজেলার মহাদান ইউনিয়নের সানাকৈর এলাকার জামাতার বাড়ী থেকে নিজ বাড়ি কামরাবাদে অটোভ্যানে ফিরছিল। সরিষাবাড়ী-ঢাকা মহাসড়কের কামরাবাদ এলাকায় অটোভ্যান পৌছলে পিছন থেকে দ্রুতগামী অপর একটি অটোভ্যান সজোরে ধাক্কা দিলে আনোয়ারা বেগম ছিটকে পাকা সড়কে পড়ে মাথায় আঘাত পায়। এলাকারলোকজন আনোয়ারাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষনা করেন। সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সাহেদুর রহমান জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই সড়ক দূর্ঘটনায় আনোয়ারা বেগম মারা গেছে।
ময়মনসিংহ : তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি জানান, ময়মনসিংহের ভালুকা ও তারাকান্দায় পৃথক সড়ক দুর্ঘটনায় মা-মেয়েসহ তিনজন নিহত হয়েছে। নিহতরা হলেন- খাদিজা আক্তার, তার মেয়ে মরিয়ম আক্তার ও রফিকুল ইসলাম। আজ বুধবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা ও দুপুরে তারাকান্দায় এ দুর্ঘটনা ঘটে। নিহত খাদিজা আক্তার ও মরিয়ম আক্তার ত্রিশাল উপজেলার দরিরামপুর গ্রামের সাইদুল ইসলামের স্ত্রী-মেয়ে এবং রফিকুল ইসলাম তারাকান্দা উপজেলার সাধুপাড়া গ্রামের ফজলুল হকের ছেলে। ভালুকা হাইওয়ে থানার ওসি মশিউর রহমান জানান, সকালে উপজেলার কাঁঠালী এলাকায় রাস্তা পার হওয়ার সময় রাসেল স্পিনিং মিলের ট্রাকচাপায় মা-মেয়ে গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে সকাল ১০টার দিকে মা ও পরে বেলা ১১টার দিকে মেয়ে মারা যায়। এ ঘটনার পর ট্রাকটি জব্দ করা সম্ভব হলেও ট্রাকচালক পালিয়েছে বলে জানান তিনি। এদিকে, তারাকান্দা থানার ওসি আবুল খায়ের জানান, দুপুর পৌনে একটার দিকে কাশিগঞ্জ বাজারে ময়মনসিংহগামী বালুবাহী ট্রাকচাপায় রফিকুল ইসলাম নামে এক ফল ব্যবসায়ী নিহত হয়েছে। রফিকুল ইসলাম পাম্প থেকে মোটরসাইকেলে তেল নিয়ে মহাসড়কে উঠলেই ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যায়।
বরগুনা : আমতলী (বরগুনা) প্রতিনিধি জানান, বরগুনার আমতলী-পটুয়াখালী-কুয়াকাটা আঞ্চলিক মহাসড়কের মহিষকাটা বাসষ্ট্যান্ডের দক্ষিন পাশে ট্রাক ও প্রাইভেট কার মুখোমুখি সংঘর্ষে স্বেচ্ছাসেবকলীগ নেতা ও চেয়ারম্যান প্রার্থী সহ ২ জন নিহত। অপর আরোহী ব্যবসায়ী মোঃ আনোয়ারুল হক (সাগর) গুরুত্বর আহত হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানাগেছে, মঙ্গলবার (১৬ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে একটি প্রাইভেট কার (ঢাকা মেট্রো- গ ২৯-৬৩৪১) যোগে বরিশালের মুলাদি উপজেলার নাজিরপুর ইউনিয়নের ওবায়দুল শিকদারের পুত্র ও ওই ইউনিয়নের (স্বতন্ত্র) চেয়ারম্যান প্রার্থী মোঃ তৌফিক শিকদার (৪০), কলাপাড়া উপজেলা সেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক তুহিন মৃধা (৩৫) ও অপর এক আরোহী ব্যবসায়ী মোঃ আনোয়ারুল হক (সাগর) পটুয়াখালী যাচ্ছিলো। পথিমধ্যে আমতলী-পটুয়াখালী-কুয়াকাটা সড়কের মহিষকাটা বাস ষ্ট্যান্ডের কাছাকাছি পৌছলে প্রাইভেট কারটি একটি টমটমকে (টেম্পু) সাইড দিতে গিয়ে বিপরীত দিক থেকে আসা ট্রাকের (ঢাকা মেট্রো- ট ২০-২০৩৪) সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেট কারটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক মোঃ তৌফিক ও আরোহী তুহিন মৃধা নিহত হয়। গুরুতর আহত হয় প্রাইভেট কারের অরপর আরোহী আনোয়ারুল হক সাগর। সংবাদ পেয়ে আমতলী থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌছে স্থাণীয়দের সহায়তায় নিহত দুজনের মরদেহ দুমড়ে মুচড়ে যাওয়া প্রাইভেট কার থেকে থেকে বের করে আনেন এবং গুরুতর আহত ব্যবসায়ীকে উদ্ধার করে প্রথমে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে আশংকাজনক অবস্থায় বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করেন। এ ঘটনায় ওই সড়কে প্রায় আধা ঘন্টা যান চলাচল বন্ধ ছিলো। পুলিশ গিয়ে যান চলাচল স্বাভাবিক করেন। এ বিষয়ে আমতলী থানার অফিসার ইনচার্জ মোঃ শাহআলম বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে সড়ক দূর্ঘটনায় নিহত দুজনের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। গুরুতর আহত এক ব্যক্তিকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়েছি।
গোপালগঞ্জ : গোপালগঞ্জের মুকসুদপুরে বাসচাপায় আরোজ আলী (৪৫) নামে এক বাস শ্রমিক নিহত হয়েছেন। আজ বুধবার দুপুরে মুকসুদপুর উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের কলেজ মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত বাস শ্রমিক আরোজ আলীর বাড়ি গোপালগঞ্জ সদর উপজেলার বেদগ্রামে। মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর মিয়া জানান, দুপুরে ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী ফাল্গুনী পরিবহনের (ঢাকা মেট্রো-ব-১৫-৪২২৩) একটি যাত্রীবাহী বাস কলেজ মোড়ে এলে চলন্ত গাড়িতে ওঠার চেষ্টা করেন ওই শ্রমিক। এ সময় পা-পিছলে তিনি পড়ে গিয়ে বাসের চাকার নিচে পিষ্ট হন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
নড়াইল : নড়াইলে মোটরসাইকেল দুর্ঘটনায় আশার আলো মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রওশন আলম (৫০) নিহত হয়েছেন। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে নড়াইল সদরের তুলারামপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রওশন আলম তুলারামপুর দক্ষিণপাড়ার জামশেদ আলী খানের ছেলে। নিহতের ভাই জেলা পরিষদ সদস্য শরিফুল ইসলাম মুকুল জানান, বুধবার সকালের দিকে তুলারামপুর সেতুসংলগ্ন পার্শ্ব সড়ক থেকে রওশন আলম মোটরসাইকেলযোগে হাইওয়েতে ওঠার সময় বিপরীত দিক থেকে আসা অপর মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত অবস্থায় তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে তার মৃত্যু হয়। এ দুর্ঘটনায় অপর মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন। তবে তার পরিচয় এখনো পাওয়া যায়নি। অধ্যক্ষ রওশন আলমের মৃত্যুতে নিহতের পরিবার, কলেজ পরিচালনা পর্ষদ, শিক্ষক-শিক্ষার্থীসহ এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
নোয়াখালী : নোয়াখালীতে মোটরসাইকেল দুর্ঘটনায় বেগমগঞ্জ থানার এক উপপরিদর্শক (এসআই) নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের চুঙ্গার পোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত এসআই মিজানুর রহমান (৩১) ফেনী জেলার বাসিন্দা। এ দুর্ঘটনায় জাহিদ নামে আরো এক এসআই গুরুতর আহত হয়েছেন। পরে তাকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মাইজদী বাজার থেকে মোটরসাইকেলযোগে বেগমগঞ্জ থানায় যাওয়ার পথে চুঙ্গার পোল এলকায় দ্রুতগামী কাভার্ড ভ্যানের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে দু’জন (এসআই) গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মিজানকে মৃত ঘোষণা করেন। নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো: আলমগীর হোসেন এ তথ্য নিশ্চিত করেন জানান, ঘটনার পর পুলিশ লাশ উদ্ধার করেছে। পুলিশ ঘটনাস্থলে রয়েছে। বিষয়টি খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।