কাদেরের সহধর্মিণী ইশরাতুন নেছা আমাকে হত্যার পরিকল্পনা করেছে - কাদের মির্জা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:০৮ এএম, ১৭ মার্চ,
বুধবার,২০২১ | আপডেট: ০২:০৮ এএম, ৭ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
নোয়াখালীর কোম্পানীগঞ্জ বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা বলেছেন, আজকে যে তান্ডব আমার ওপর চলছে, আমার কর্মীদের ওপর চলছে, আমার ওপর অস্ত্রবাজি চলছে, সমস্ত ঘটনা পরিচালনা করছেন আমাদের মন্ত্রী ওবায়দুল কাদের সাহেবের সহধর্মিণী ইশরাতুন নেছা কাদের। তার নেতৃত্বে সব কিছু হচ্ছে।
আজ মঙ্গলবার বেলা ১২টায় ফেসবুক লাইভে এসে এসব কথা বলেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই কাদের মির্জা।
এ সময় তিনি আরও বলেন, ইশরাতুন নেছা কাদের ‘সবাইকে ঐক্যবদ্ধ করে আমি ও আমাদের নেতা-কর্মীদের ওপর লেলিয়ে দিয়েছে’। তার দাবি, আমাকে হত্যার পরিকল্পনা করা হয়েছে। এর অংশ হিসেবে দীর্ঘ দিন পর্যন্ত আমার ওপর অত্যাচার চলছে। আমার কর্মীদের ওপর নির্যাতন চলছে।
আবদুল কাদের মির্জা আশঙ্কা করে বলেন, আমার বিরুদ্ধে যে চক্রান্ত চলছে, আমার নেতা-কর্মীদের বিরুদ্ধে যেভাবে তান্ডব চলছে, আমাকে গুলি করে হত্যার পরিকল্পনা করেছে- এই প্রেক্ষাপটে আমি আপনাদের বলতে চাই, হয়তো আমার জীবন অবসান হবে। আমাকে হয়তো কারাগারে নিক্ষেপ করবে। ইনশাআল্লাহ, ৯০ ভাগ মানুষ আমার সাথে আছে।
তিনি বলেন, যারা আমার সংস্পর্শে এসেছে তাদের গ্রেফতার করছে অথবা হয়রানি করা হচ্ছে। আর তাদের লোকজন ঘোরাফেরা করছে। খিজির হায়াত খান নোয়াখালীতে আছেন। তাদের লোকজন কোম্পানীগঞ্জের বিভিন্ন জায়গাতে আছে। রেজ্জাক, বাদল ও শাহীন চৌধুরীর প্রজেক্টে সমস্ত বহিরাগত সন্ত্রাসী আছে। তারা একরাম চৌধুরী ও একরাম চৌধুরীর স্ত্রী, ছেলে শাবাব, সম্রাটসহ একত্রিত হয়ে সিদ্ধান্ত নিয়েছে যে, আমাকে গুলি করে হত্যা করবে। একটা লাশ ফেলে এখানে একটা অস্থিতিশীল অবস্থা সৃষ্টি করবে।
আবদুল কাদের মির্জা বলেন, তিন দিন আগে আমাদের চট্টগ্রামের ডিআইজিকে বলেছি, ডিবি পুলিশ থানার ওসির নেতৃত্বে এসপির নির্দেশে এখানকার সন্ত্রাসীদের একটি চক্র নিয়ে বাড়িতে বাড়িতে গিয়ে আমার ছেলেদের তল্লাশি করছে। আমার মামলাগুলোয় এখন পর্যন্ত একজনকেও গ্রেফতার করেনি। অথচ আমার ইতিমধ্যে প্রায় ২০ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
তিনি আরও বলেন, যারা এসব ঘটাচ্ছে- প্রশাসনের যারা জড়িত- নোয়াখালীর এসপি, তারপর ডিবির ওসি, কোম্পানীগঞ্জের ওসি ও তদন্ত কর্মকর্তা- এই চারজনকে অনতিবিলম্ব প্রত্যাহার করতে হবে। যাতে এখানের মানুষ ন্যায়বিচার পায়। ‘আম জনতা’ যাতে ন্যায়বিচার পায়। এ জন্য প্রয়োজনীয় ব্যবস্থা না করা হলে উদ্ভূত পরিস্থিতির জন্য যারা এটার সাথে জড়িত তাদের দায় নিতে হবে। এর আগে শনিবার রাতে বড় ভাই সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ পারিবারিক দুটি ছবি পোস্ট করে কাদের মির্জা ফেসবুক স্ট্যাটাসে লেখেন, ‘ভাই বড় ধন রক্তের বাঁধন, যদিও পৃথক হয় নারীর কারণ। আবদুল কাদের মির্জা, মেয়র, বসুরহাট পৌরসভা।’