লাল-সবুজে সেজেছে লাকসাম-মনোহরগঞ্জের হাট-বাজার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:০২ পিএম, ১৬ মার্চ,মঙ্গলবার,২০২১ | আপডেট: ০৭:২১ এএম, ২১ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও মহান স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে গত ৩/৪ দিন যাবত কুমিল্লা দক্ষিনাঞ্চলের বানিজ্যিক নগরীখ্যাত লাকসাম-মনোহরগঞ্জ উপজেলার সবক’টি হাটবাজার নান্দনিক সাজে লাল-সবুজে সেজেছে।
এ নিয়ে রাত-দিন ব্যস্তসময় পার করছেন রং তুলি কারিগররা। উপজেলা দুটো’র ব্যবসায়ীরা জানায়, জেলা দক্ষিনাঞ্চলে লাকসাম-মনোহরগঞ্জ উপজেলার প্রধান প্রধান হাটবাজারগুলোর ব্যবসায়ী সমিতির সিদ্ধান্তক্রমে জাতির জনক বঙ্গবন্ধু শেখমুজিবুর রহমানের জন্মশত বাষির্কী ও মহান স্বাধীনতার ৫০ বছর পূর্তিকে স্মরণ করে রাখতে গত ১২ মার্চ থেকে প্রত্যেকটি ব্যবসা প্রতিষ্ঠানের সার্টার ও বিপনীবিতানগুলোর দরজা-গেইট লাল-সবুজ রংয়ে রাঙ্গানো এবং কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক ১৭ মার্চ বুধবার সকল ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধ থাকবে।
এ নিয়ে রাত-দিন ব্যস্তসময় পার করছেন রং তুলি কারিগররা। এছাড়া এ দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করতে ১৫ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত ১০ দিনব্যাপী সরকারি-বেসরকারি দপ্তর রাজনৈতিক-সামাজিক সংগঠন ও সকল শ্রেণি পেশার ব্যবসায়ী সংগঠন নানাহ কর্মসূচী পালন করবে।
অপরদিকে স্থানীয় প্রশাসনের পাশাপাশি উপজেলাগুলোর সবকটি ইউনিয়ন ও লাকসাম পৌর প্রশাসন নানানমুখী কর্মসূচী হাতে নিয়েছে। পৃথক পৃথক অনুষ্ঠান মালায় সকল শ্রেণি পেশার মানুষ অংশ গ্রহণ করবে বলে একাধিক সূত্র জানায়।