কাপাসিয়ায় করোনা পরিস্থিতিতে মেলার আয়োজন করায় জরিমানা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:৫৪ পিএম, ১৬ মার্চ,মঙ্গলবার,২০২১ | আপডেট: ০৬:০০ এএম, ১৯ নভেম্বর,মঙ্গলবার,২০২৪
গাজীপুরের কাপাসিয়া উপজেলার ঘাগটিয়া চালার বাজারে করোনা পরিস্থিতির মাঝে প্রশাসনের অনুমতি ছাড়া মেলার আয়োজন করায় ইজারাদারকে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত ।
গতকাল সোমবার (১৫ মার্চ) বিকালে উপজেলার ঘাগটিয়া ইউনিয়নের চালার বাজারে খবর পেয়ে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসা: ইসমত আরা ।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বর্তমানে করোনা ভাইরাস সংক্রমনের ঝুঁকি বেড়ে যায় এবং অনুমতি ছাড়াই মেলার আয়োজন করে। এ নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
তাই বাজারের ইজারাদার কে সংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ২৪ ধারা অনুযায়ী ১৫ হাজার টাকা অর্থদন্ড আদায় করা হয়েছে।