টঙ্গীবাড়ীতে মালিকের দোকান কেড়ে নিলেন ভাড়াটিয়া
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:৩০ পিএম, ১৫ মার্চ,সোমবার,২০২১ | আপডেট: ১০:৪৪ এএম, ২২ নভেম্বর,শুক্রবার,২০২৪
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় মালিকের দোকান ভাড়াটিয়া নিজের নামে করে নেওয়ার প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে। টঙ্গীবাড়ী ভূমি অফিস বীর মুক্তিযোদ্ধা পরিবারের লিজ নেওয়া জমি বাতিল করে ভাড়াটিয়ার নামে লিজ দেওয়ার প্রতিবাদে এ মানববন্ধন করা হয়।
আজ সোমবার (১৫ মার্চ) সকালে উপজেলার বালিগাঁও বাজারের সহ্রাধিক ব্যবসায়ী ঘণ্টাব্যাপী এই প্রতিবাদ কর্মসূচি পালন করেন।
এ সময় মানববন্ধনকারীরা বলেন, ২২ বছর আগে বীর মুক্তিযোদ্ধা রোস্তম আলী মুন্সীর নামে তার ভাতিজা হাকিম মুন্সী সরকারি জমি লিজ নিয়ে ভোগ দখল করে আসছেন। ৬ বছর আগে কালাম নামে একজনকে দোকান ভাড়া দেন তারা।
সেই ভাড়াটিয়া কালাম গোপনে টঙ্গীবাড়ী উপজেলা ভূমি অফিসের কর্মকর্তাদের ঘুষ দিয়ে জমিটি তার নিজের নামে লিজ নিয়ে আসেন। এতে দোকানের মালিকানা হারায় ওই মুক্তিযোদ্ধা পরিবার। এ সময় বাজারের ব্যবসায়ীরা দ্রুত ভাড়াটিয়া কালামের লিজ বাতিলের দাবি জানান।
এ ছাড়াও টাকার বিনিময়ে লিজ দানকারী ভূমি কর্মকর্তা উছেন মে সহ জড়িতদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়ার দাবি জানান। এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উছেন মের মুঠোফোনে যোগাযোগ করা হলে তা বন্ধ পাওয়া যায়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা রোস্তম আলী মুন্সী, বাজারের সাবেক সাধারণ সম্পাদক মনজুর আলম সানাউল্লাহ, সাবেক সাধারণ সম্পাদক রুহুল আমিন মুন্সী, বালীগাঁও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান সোহেল, ব্যবসায়ী জাহাঙ্গীর মোল্লা, আবু সাইদ মিয়া, আব্দুল রহমান খান, রুবেল খান, সুজন মুন্সী, ইমরান হোসেন মুরাদ, মাহাবুব আলম টিটু প্রমুখ।