তজুমদ্দিনে খাবারে নেশা জাতীয়দ্রব্য মিশিয়ে, কুপিয়ে স্বর্ণালংকার লুট
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:৪৫ পিএম, ১৪ মার্চ,রবিবার,২০২১ | আপডেট: ০৩:৩৯ এএম, ৭ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
ভোলার তজুমদ্দিনে রাতের খাবারের সাথে নেশা জাতীয়দ্রব্য মিশিয়ে ও কুপিয়ে গুরুতর যখম করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় অজ্ঞাতনামা চোরেরা। এঘটনায় অচেতন ও আহত অবস্থায় ৫ জনকে উদ্ধার করে তজুমদ্দিন হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
গতকাল শনিবার (১৩ মার্চ) দিবাগত রাতে উপজেলার শম্ভুপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের গোলকপুর গ্রামের করিম উদ্দিনের ঘরে রাতের খাবারের সাথে অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীরা নেশা জাতীয়দ্রব্য মিশিয়ে দেন।
পরে রাতের কোন এক সময় পরিবারের ৫ সদস্যের মধ্যে ৪জন নেশা জাতীয়দ্রব্য মেশানো খাবার খেয়ে অচেতন হয়ে পড়লে দুষ্কৃতিকারীরা ঘরে ডুকে মোবালইল ফোন ও নগদ টাকাসহ বিভিন্ন মালামাল লুট করার সময় পরিবারের এক সদস্য টের পেয়ে ডাক-চিৎকার দিলে সোকেসের কাঁচ দিয়ে দুষ্কুতিকারী এলোপাতাড়ি আঘাত করে কুপিয়ে গুরুতর যখম করে।
পরে স্থানীয়রা অচেতন অবস্থায়, বেলাল (৩৫), আছুরা (৭০), সজিব (১০), রোমানা (৬) ও দুষ্কৃতিকারীদের এলোপাতাড়ি কোপে গুরুতর আহত ছকিনাকে (৪০) উদ্ধার করে তজুমদ্দিন হাসপাতালে ভর্তি করেন।
এ ঘটনায় তজুমদ্দিন থানার এসআই মনির হোসেন ঘটনাস্থল পরিদর্শণ করেন। তজুমদ্দিন থানার এস আই মনির হোসেন বলেন, ঘটনার প্রাথমিক তদন্ত চলছে। ক্ষতিগ্রস্থ পরিবার লিখিত অভিযোগ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।