ভাঙ্গায় ৩ ভুয়া পুলিশ আটক, পুলিশের ব্যবহৃত সরঞ্জাম উদ্বার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:১৪ পিএম, ১৪ মার্চ,রবিবার,২০২১ | আপডেট: ০৩:০৫ পিএম, ২০ নভেম্বর,
বুধবার,২০২৪
ফরিদপুরের ভাঙ্গায় পুলিশ অভিযান চালিয়ে ৩ ভুয়া পুলিশকে আটক করেছে।
গতকাল শনিবার (১৩ মার্চ) দিবাগত রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
এ সময় তাদের নিকট থেকে ছিনতাই কাজে ব্যাবহৃত পুলিশের ষ্টিকার সম্বলিত ২ টি মোটরসাইকেল, একটি পুলিশের ওয়াকিটকি, এক জোড়া হ্যান্ডকাপ, পুলিশ লেখা সম্বলিত কটি, মোবাইল সেট ও স্বর্নালংকারসহ বিপুল পরিমান লুন্ঠিত মালামাল উদ্বার করা হয়।
আটককৃতরা হচ্ছে প্রতারনা চক্রের মূল হোতা শাকিল আহমেদ ওরফে রুবেল (৩৩)। সে গাজীপুরের আশুলিয়া এলাকার কবিরপুর গ্রামের ছিদ্দিক মিয়ার ছেলে।
এ সময় তার স্বীকারোক্তি মোতাবেক অভিযান চালিয়ে তার সহযোগী মাদারীপুরের মস্তফাপুর এলাকার ধীরেন হালদারের ছেলে সঞ্জয় হালদার (৩০) এবং একই এলাকার জিন্নাত শেখের ছেলে রেজাউল শেখ (৪৫) আটক করে পুলিশ।
ভাঙ্গা থানা অফিসার ইনচার্জ সৈয়দ লুৎফর রহামান জানান, সম্প্রতি পুলিশ পরিচয়ে প্রতারক চক্রটি ভাঙ্গা বিশ্বরোড ,বাসষ্টান্ড সহ হাইওয়েতে বেশ কয়েকজন মহিলাসহ লোকজনের নিকট থেকে টাকা-পয়সা ও মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নিচ্ছে।
অতি সম্প্রতি একজন এনজিও কর্মী ও এক গৃহবধুকে ভাঙ্গা বিশ্বরোড থেকে ভয়ভীতি দেখিয়ে পুলিশ নেমপ্লেট লেখা মোটরসাইকেলে তুলে নিয়ে সর্বস্ব কেড়ে নেয়। পরে প্রতারক চক্রটিকে ধরতে মাঠে নামে পুলিশ।
ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ভাঙ্গা থানার এস,আই আবুল কালাম আজাদ, এ,এস,আই রেজওয়ান মামুনসহ সঙ্গীয় পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে এক পর্যায়ে মূল হোতা শাকিল ওরফে রুবেলকে আটক করতে সামর্থ হয়।
পরে তার দেয়া তথ্য মতে ২ সহযোগীকে আটক করে লুন্ঠিত মালামাল উদ্বার করা হয।
পুলিশ ইতঃমধ্যে প্রতারনার শিকার হওয়া ১০/১২ জন ব্যক্তির লুন্ঠিত মালামাল উদ্বার করতে সক্ষম হয়েছে। আজ রবিবার সকালে তাদেরকে জেল হাজতে পাঠানো হয়।