কাপাসিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবিরের সেবা প্রদান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:০৫ পিএম, ১৪ মার্চ,রবিবার,২০২১ | আপডেট: ০৮:৫৭ এএম, ২২ নভেম্বর,শুক্রবার,২০২৪
গাজীপুরের কাপাসিয়া উপজেলার প্রত্যন্ত অঞ্চলে স্বেচ্ছাসেবী সংগঠন ‘মানবতা ঘরের’ উদ্যোগে ও শাজাহান স্মৃতি ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সহযোগিতায় দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবিরে সেবা প্রদান করা হয়েছে।
আজ রবিবার (১৪ মার্চ) টোক ইউনিয়নের উজলী দিঘীরপাড় আলিম মাদরাসা মাঠে চক্ষু শিবিরে এলাকার এক হাজার সাধারণ রোগিকে ব্যবস্থাপত্র ও ওষুধ সরবরাহ করা হয়েছে।
এতে স্থানীয় টোক সংবাদ পাঠক ও ইলেকট্রনিক মিডিয়া নিউজ শ্রোতা ফোরামের সার্বিক ব্যবস্থাপনায় ঢাকার ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতাল কর্তৃপক্ষ সার্বিক ভাবে সহযোগিতা করেছেন।
উপজেলার উজলী দিঘীরপাড় আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোঃ শাহ্ আলমের সভাপতিত্বে চক্ষু শিবিরের আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মুহম্মদ শহীদুল্লাহ্।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও গাজীপুর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অ্যাডভোকেট মোঃ আমানত হোসেন খান।
এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন টোক ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান এম এ জলিল, বিশিষ্ট সমাজ সেবক আমেরিকা প্রবাসী মোশারফ হোসেন খান চৌধুরী, শাজাহান স্মৃতি ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সভাপতি সমাজবন্ধু ইকবাল হোসেন, মানবতা ঘরের প্রধান উদ্যোক্তা ও দিঘীরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোমতাজ উদ্দিন, টোক ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নূর মোহাম্মদ, টোক সংবাদ পাঠক ও ইলেকট্রনিক মিডিয়া নিউজ শ্রোতা ফোরামের সভাপতি মোঃ মঞ্জুরুল হক গাজী, সাধারণ সম্পাদক এস এম লবিব, বাংলাদেশ প্রতিবেদন বার্তা সম্পাদক সাইফুল ইসলাম শুভ, সাংবাদিক আসাদুল্লাহ মাসুম প্রমুখ।