পুলিশের জালে ‘লেডি ক্যাডার’ সিমি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:১০ এএম, ১৪ মার্চ,রবিবার,২০২১ | আপডেট: ০১:০৮ এএম, ২২ নভেম্বর,শুক্রবার,২০২৪
আবারো আলোচনায় চট্টগ্রামের লেডি গ্যাং লিডার তাহমিনা সিমি ওরফে সিমরান সিমি। বাসায় ঢুকে পিটানোর ঘটনায় ক’মাস আগে গ্রেফতার হওয়ার পর এবার নতুন করে নেভালে গিয়ে আবার হুঙ্কার দিয়ে ভাইরাল তিনি। ‘তুই আমাকে চিনস? আমি বললে, এখান থেকে তোকে কেউ বাঁচিয়ে নিয়ে যেতে পারবে না’- এ রকম হুঙ্কার দেয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে তাকে আটক করে পতেঙ্গা থানাপুলিশ।
আজ শনিবার তার নিজ বাসা থেকে তাকে আটক করে পতেঙ্গা থানাপুলিশ। অভিযুক্ত সিমি নগরের ইপিজেড থানার সিমেন্ট ক্রসিং বড়বাড়ি এলাকার কামাল হোসেনের মেয়ে। তবে তাদের গ্রামের বাড়ি খুলনার বাগেরহাটে। ৬ বছর আগে তার পিতা মারা গেছেন। এক ভাই ও মাকে নিয়ে নগরের সিমেন্ট ক্রসিং বড়বাড়ি এলাকায় ভাড়া বাসায় থাকেন। তিনি একটি কলেজের শিক্ষার্থী।
পতেঙ্গা থানার ওসি সৈয়দ জুবায়ের বলেন, গত শুক্রবার দুপুরের দিকে সিমিকে আটক করে থানায় আনা হয়েছে। তাকে কালকের ভাইরাল হওয়ার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্যই মূলত থানায় আনা হয়।
এদিকে আজ শনিবার ফেসবুকসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, নেভাল এলাকায় এক তরুণীকে বেধড়ক চড়-থাপ্পড় দিচ্ছেন সিমি ও তার এক সহযোগী। ওই সময় সিমিকে বলতে শোনা যায়, ‘তুই আমাকে চিনস? আমি বললে, এখান থেকে তোকে কেউ বাঁচিয়ে নিয়ে যেতে পারবে না।’
এর আগে গত বছরের ২৪ আগস্ট বাসায় ঢুকে এক তরুণীকে বেধড়ক মারধর করেছিল লেডি ক্যাডার সিমি ও তার গ্রæপ। পরে ওই তরুণীর মামলার জেরে গত ২৭ আগস্ট দুই সহযোগীসহ গ্রেফতার হয়েছিলেন সিমি।