গাজীপুরে স্বেচ্ছাসেবক দলের মিছিলে পুলিশের লাঠিচার্জ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:৪৪ পিএম, ৩০ জানুয়ারী,সোমবার,২০২৩ | আপডেট: ১১:১৬ পিএম, ২ ডিসেম্বর,সোমবার,২০২৪
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আজ সোমবার বিকেলে গাজীপুরে বিক্ষোভ মিছিল করেছে মহানগর স্বেচ্ছাসেবকদল। গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক শাহাদাত হোসেন শাহীন ও সদস্য সচিব আব্দুল আলিম মোল্লার নেতৃত্বে বিকেল ৪টায় মিছিলটি নগরির বাজার বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে শিববাড়ি মোড়ে পৌছলে পুলিশের বাধার মুখে পড়ে। এসময় পুলিশ ব্যাপক লাঠিচার্জ করে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়।
গত শনিবার গাজীপুর জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটি ঘোষণা দেয়া হয়। হাসিবুর রহমান মুন্নাকে আহ্বায়ক, আশরাফ নেওয়াজ চৌধুরী শাওন সদস্য সচিব ও মাসুদুল কবির মোনায়েমকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করে গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের কমিটি এবং মো. শাহাদাত হোসেন শাহিনকে আহ্বায়ক, মো. আব্দুল আলিম মোল্লা সদস্য সচিব ও গাজী সালাউদ্দিনকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করে গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের নতুন কমিটি করা হয়। গত শনিবার স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এসএম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসান স্বাক্ষরিত এ দুটি কমিটি অনুমোদন দেয়া হয়।