ফরিদপুর থেকে আদালত ভাঙ্গায় স্থানান্তরের প্রতিবাদে মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:০০ পিএম, ১৩ মার্চ,শনিবার,২০২১ | আপডেট: ১১:২১ পিএম, ২২ নভেম্বর,শুক্রবার,২০২৪
ফরিদপুরের ঐতিহ্যবাহী জেলা জজ আদালতের যুগ্ম জেলা জজ ও সিনিয়র ম্যাজিস্ট্রেট আদালতসহ পাঁচটি আদালত ভাঙ্গা উপজেলায় স্থানান্তরের প্রক্রিয়ার প্রতিবাদে মানববন্ধন কর্মসুচী পালিত হয়।
আজ শনিবার (১৩ মার্চ) বেলা ১১টায় প্রেসক্লাবের সামনে ভালবাসি ফরিদপুরের উদ্যোগে ঘন্টা ব্যাপী এ মানববন্ধন হয়।
এ সময় বক্তব্য রাখেন জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ন সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ, জেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক একে এম কিবরিয়া স্বপন, শহর বিএনপির সাধারন সম্পাদক গোলাম মোস্তফা মিরাজ, জেলা তাঁতী দলের আহবায়ক এ্যাডভোকেট মামুন অর রশিদ মামুন, ভিপি সেলিম, মহানগর যুবদলের সাধারন সম্পাদক আলী রেজোয়ান বিশ্বাস তরুণ, জেলা ছাত্রদলের সভাপতি আদনান হোসেন অনু, সাধারন সম্পাদক তানজিমুল হাসান কায়েস, মহানগর ছাত্রদলের সভাপতি শাহরিয়ার হোসেন শীথিল, সাধারন সম্পাদক রাকিবুল ইসলাম প্রমুখ।
মানব বন্ধনে ছাত্রনেতা আব্দুল্লাহ আল মামুন রতন, আব্দুল্লাহ আল মামুন সনেট, ইশতিয়াক রশিদ, শোহান আল মাহমুদ, জিতু, আশরাফ খান, নাদিম মাহমুদ রুবেলসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়।
এ ঘটনায় গত কয়েকদিন যাবত ফরিদপুরে জেলা আইনজীবী সমিতিসহ বিভিন্ন স্থানে মানববন্ধন ও প্রতিবাদ সভা অব্যাহত রয়েছে।