বগুড়ায় ঘাস চাষের জমি থেকে মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:৩১ পিএম, ১২ মার্চ,শুক্রবার,২০২১ | আপডেট: ০৯:৩৪ পিএম, ১৬ নভেম্বর,শনিবার,২০২৪
বগুড়ায় ঘাস চাষের জমি থেকে জাহাঙ্গীর প্রামানিক (৫০) নামের এক বাবুর্চির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ শুক্রবার (১২ মার্চ) বগুড়া সদর ইউনিয়ন লাহিড়ীপাড়ার দোবাড়িয়া পশ্চিম পাড়া গ্রাম থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।
নিহত জাহাঙ্গীর দোড়াবাড়িয়া গ্রামের মৃত বদির উদ্দিনের ছেলে। জাহাঙ্গীর বাবুর্চির কাজের পাশাপাশি ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতো বলে এলাকাবাসী জানিয়েছে।
পুলিশ ও গ্রামবাসী সুত্রে জানা গেছে, শুক্রবার বেলা ১২ টার দিকে দোবাড়িয়া পশ্চিমপাড়া গ্রামের লোকজন তাঁর মরদেহ দেখতে পায়। যে জমিতে তাকে পড়ে থাকতে দেখে সেটিতে নেপিয়ার ঘাস চাষ করা হয়।
ঘটনা জানাজানি হলে প্রায় কয়েকশ’ জনতা তার লাশ দেখতে সেখানে ভীড় জমায়। তারা মরদেহটি জাহাঙ্গীরের বলে নিশ্চিত করে।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, গতকাল বৃহস্পতিবার বিকেলে রান্নার কাজের কথা বলে কাপড়ের ব্যাগ নিয়ে জাহাঙ্গীর বাড়ী থেকে বের হয়। স্থানীয় ইউপি চেয়ারম্যান মাকতুন আহম্মেদ জানান, মরদেহে তেমন কোন আঘাতের চিহ্ন দেখতে পাওয়া যায়নি। মরদেহের পাশেই তার ব্যাগটি পড়ে ছিল।
ধারনা করা হচ্ছে বৃহস্পতিবার রাতের কোন এক সময় দুর্বৃত্তরা তাকে হত্যা করে মরদেহ ঘাসের জমিতে ফেলে রেখে গেছে।
বগুড়া সদর থানার অফিসার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর বলেন, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।