গৌরীপুরে যুবদল সভাপতির মামলা প্রত্যাহার দাবিতে যুবদলের বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:০৩ পিএম, ১১ মার্চ,বৃহস্পতিবার,২০২১ | আপডেট: ০১:৫৫ এএম, ২২ নভেম্বর,শুক্রবার,২০২৪
ময়মনসিংহের গৌরীপুরে আওয়ামী লীগের দু'পক্ষের বিরোধে পাল্টাপাল্টি মামলায় জেলা উত্তর যুবদলের সভাপতি ভিপি শামসুল হক শামছু'সহ যুবদল-ছাত্রদল নেতাদের আসামী করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে যুবদল নেতাকর্মীরা।
আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা সদরে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। পরে বিক্ষোভকারীরা উপজেলার উত্তর বাজার মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ করে।
এতে বক্তব্য রাখেন যুবদল নেতা আনোয়ার ইসলাম কামাল, আনোয়ার মেম্বার, সোহেল মেম্বার, ছাত্রদল নেতা আবুল বাসার ঝুলন, মামুন, রিসাত, রাসেল, জামাল, আনু, জাহাঙ্গীর প্রমূখ।
বক্তারা এ সময় বলেন, আওয়ামী লীগের দুই পক্ষের বিরোধে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। এটা আওয়ামী লীগের দলীয় কোন্দল। অথচ আওয়ামী লীগের দু'পক্ষের সংর্ঘষের ঘটনায় এমপির গাড়ি ভাংচুরের অভিযোগে যুবদল ছাত্রদল-ছাত্রদল নেতাদের আসামী করে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে।
অবিলম্বে এ মিথ্যা মামলা প্রত্যাহার করা না হলে রাজপথে কঠোর আন্দোলনে জবাব দেয়া হবে।