কাপাসিয়ায় কাঁচা ঘাসের বাজার শুভ উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:১৯ পিএম, ১১ মার্চ,বৃহস্পতিবার,২০২১ | আপডেট: ০৯:৪৪ এএম, ১৯ নভেম্বর,মঙ্গলবার,২০২৪
গাজীপুরের কাপাসিয়ায় উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের উদ্যোগে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠির আর্থ সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় কাঁচা ঘাসের বাজার শুভ উদ্বোধন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১১ মার্চ) সকালে উপজেলার আমরাইদ বাজারে এলাকার বিপুল সংখ্যক ঘাস ক্রেতা-বিক্রেতাদের অংশ গ্রহনে আনুষ্ঠানিক ভাবে এ বাজার শুভ উদ্বোধন করা হয়।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সিমিন হোসেন রিমি এমপি।
গাজীপুর জেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ এস এম উকিল উদ্দিনের সভাপতিত্বে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা ডেইরী ফার্মারস এসোসিয়েশনের সভাপতি মোঃ আকরাম হোসেন বাদশা, কাপাসিয়া উপজেলা ডেইরী ফার্মারস এসোসিয়েশনের সভাপতি মুহম্মদ শহীদুল্লাহ্, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, কাপাসিয়া উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ রাশেদুজ্জামান মিয়া প্রমূখ।
এছাড়া উপজেলার বিভিন্ন অঞ্চলের ডেইরী খামারী, উদ্যোক্তা, কৃষক ও ঘাস উৎপাদিত ক্রেতা-বিক্রেতারা উপস্থিত ছিলেন।