চরফ্যাশনে মনোনয়ন প্রত্যাশি ইউপি চেয়ারম্যান প্রার্থীদের দৌড়ঝাঁপ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:১২ পিএম, ৯ মার্চ,মঙ্গলবার,২০২১ | আপডেট: ০৬:১৬ পিএম, ২২ নভেম্বর,শুক্রবার,২০২৪
প্রথম দফায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তফসিল ঘোষণার পর ভোলার চরফ্যাশন উপজেলায় সম্ভাব্য ইউপি চেয়ারম্যান পদপ্রার্থীদের দৌড়ঝাঁপ শুরু হয়ে গেছে। দলীয় মনোনয়ন পেতে রাজনৈতিক দলের কার্যালয় ও নেতাদের কাছে ধরনা দিচ্ছেন তাঁরা।
সম্ভাব্য প্রার্থীদের প্রচারণায় মুখর হয়ে উঠেছে উপজেলার বিভিন্ন ইউনিয়নের পাড়া-মহল্লা, হোটেল-রেস্তোরা ও চায়ের দোকান। সম্ভাব্য প্রার্থীরা ভোট ও দোয়া নিতে ছুটছে ভোটারদের দ্বারে দ্বারে।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, আগামী ১১ এপ্রিল প্রথম ধাপে দেশের ৩৭১টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। এগুলোর মধ্যে চরফ্যাশন উপজেলার প্রথম ধাপে ৫টি ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে। ইউনিয়নগুলো হলো-চরমাদ্রাজ, হাজারীগঞ্জ, জাহানপুর, এওয়াজপুর ও চরকলমী।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৮ মার্চ। রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র বাছাই ১৯ মার্চ, প্রত্যাহারের শেষ সময় ২৪ মার্চ ও ভোট গ্রহন ১১ এপ্রিল।
বিএনপি কেন্দ্রীয় ভাবে স্থানীয় সরকার নির্বাচনে অংশ গ্রহন না করার ঘোষনায় সম্ভাব্য কোন প্রার্থীকে দৌড়ঝাপ করতে দেখা যাচ্ছে না।
আ’লীগের স্থানীয় সূত্র জানা যায়, অনেকে মনে করছেন আ’লীগের মনোনয়ন পাওয়া গেলে জয় সহজ হবে। একটি ইউনিয়ন থেকে দলীয় মনোনয়ন পেতে সর্বোচ্চ ৪-৯ জন পর্যন্ত চেষ্টা চালাচ্ছেন। তাই প্রার্থী বাছাইয়ে হিমশিম খেতে হচ্ছে তাদের। স্থানীয় নেতা-কর্মীদের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।
চরফ্যাশন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম ভিপি বলেন, প্রতিটি ইউনিয়নে দলের একাধিক প্রার্থী রয়েছে। আমরা যাচাই-বাছাই করে যোগ্য ব্যক্তিকে দলের প্রার্থী করার চেষ্টা করছি।
চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানার এওয়াজপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের আ’লীগের সভাপতি ও সাবেক মেম্বার মো. শাহে আলম হাওলাদার বলেন, ‘শুধু দল দেখে ভোট হবে না। প্রার্থীও ভালো হতে হবে। ভদ্র, সভ্য ও ন্যায়পরায়ণ একজনকেই চেয়ারম্যান হিসেবে বেছে নেবেন ভোটাররা।
তিনি আরো জানান, এওয়াজপুর ইউনিয়নের আ’লীগ ও অঙ্গ সংগঠনের অধিকাংশ নেতৃবৃন্দ এই নির্বাচনে এওয়াজপুর ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক মো. রেজাউল করিম চৌধুরীকে আ’লীগ থেকে নৌকার মার্কার প্রার্থী হিসেবে দেখতে চায়।
এওয়াজপুর ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক ও সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ রেজাউল করিম চৌধুরী বলেন, আমি এলাকার জনগণের সুখে দুঃখে দীর্ঘদিন ধরে বিভিন্ন ভাবে সেবা করে আসছি। আর মানব সেবাই আমার মূল লক্ষ্য।
আমাকে যদি চরফ্যাশন-মনপুরার গনমানুষের নেতা উন্নয়নের বরপুত্র, সাবেক উপমন্ত্রী, যুব ও ক্রিড়া মন্ত্রণালয়ের সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সংসদ সদস্য আলহাজ¦ আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব দলীয় মনোনয়ন দেন নির্বাচিত হয়ে অসহায় মানুষের পাশে থেকে তাদের কল্যাণে কাজ করে যাবো।
দূর্নীতি, মাদক, সন্ত্রাসসহ সব অন্যায় অনিয়মের বিরুদ্ধে ইউনিয়নের সবাইকে সঙ্গে নিয়ে রুখে দাড়াবো।