কারাগারে এসআইয়ের কোটিপতি স্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:২২ পিএম, ৯ মার্চ,মঙ্গলবার,২০২১ | আপডেট: ১২:৩৩ এএম, ৩ ডিসেম্বর,মঙ্গলবার,২০২৪
সিআইডির উপপরিদর্শক (এসআই) মো. নওয়াব আলীর কোটিপতি স্ত্রী গোলজার বেগমকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
আজ মঙ্গলবার (৯ মার্চ) দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় কারাগারে পাঠানো হয় তাকে।
আজ চট্টগ্রাম মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমানের আদালতে আত্মসমর্পণ করেন গোলজার বেগম। আত্মসমর্পণের পর তিনি আদালতে জামিনের আবেদন করেন। তবে আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
দুদকের আইনজীবী মাহমুদুল হক সংবাদমাধ্যমকে বলেন, দুর্নীতির মামলায় আজ আদালতে আত্মসমর্পণ করেন আসামি গোলজার বেগম। তিনি আদালতে জামিন চান। দুদকের পক্ষ থেকে জামিনের বিরোধিতা করা হয়। পরে আদালত গোলজার বেগমকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
তিনি আরও জানান, এই মামলায় দুদকের দেওয়া অভিযোগপত্র গ্রহণ করে গোলজার বেগম, তার স্বামী এসআই নওয়াব আলীসহ চার আসামির বিরুদ্ধে গত ২৫ ফেব্রুয়ারি আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। কিন্তু আসামিরা ধরাছোঁয়ার বাইরে ছিলেন।
পত্রিকায় এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশের পর আসামি গোলজার বেগম আজ আত্মসমর্পণ করেন। এই মামলায় আগামী ৬ এপ্রিল শুনানির পরবর্তী তারিখ ধার্য রয়েছে।