সিলেট সীমান্তে বিজিবি'র অভিযানে প্রায় ২ কোটি টাকার চোরাই পণ্য জব্দ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:৪২ পিএম, ১ ডিসেম্বর,রবিবার,২০২৪ | আপডেট: ১২:৪৯ পিএম, ৪ ডিসেম্বর,
বুধবার,২০২৪
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)- এর অভিযানে প্রায় দুই কোটি টাকার চোরাই পণ্য জব্দ করা হয়েছে। ৪৮ বিজিবি'র জোয়ানরা সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে এসব পণ্য জব্দ করে।
৪৮ বিজিবি'র অধিনায়কত লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান (পিএসসি) আজ রবিবার (১ ডিসেম্বর) দুপুরে জানান- তাদের দায়িত্বশীল সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী বাংলাবাজার, সংগ্রাম, সোনারহাট, প্রতাপপুর, উৎমা, মিনাটিলা, কালাসাদেক, কালাইরাগ, সোনালীচেলা ও পাথর কোয়ারি বিওপি'র জোয়ানরা অভিযান পরিচালনা করে ভারত থেকে চোরাই পথে আসা বিপুল পরিমাণ ভারতীয় ক্রিম, ওষুধ, কাশ্মীরি হিজাব, থ্রি পিস, চিনি, লবন, গরুর মাংস এবং মাদকদ্রব্য জব্দ করে।
এছাড়া এসব অভিযানে বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে পাচার করতে যাওয়া বিপুল পরিমাণ রসুন ও শিং মাছসহ বিভিন্ন ধরনের পণ্য জব্দ করেছে বিজিবি। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৯০ লাখ ১১ হাজার ৩০০ টাকা।
লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান জানান- সীমান্ত এলাকা নিরাপদ রাখাতে ও চোরাচালান ঠেকাতে এমন অভিযান অব্যাহত থাকবে।